E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আন্তর্জাতিক অঙ্গনে ভারতই একঘরে হয়ে পড়েছে’

২০১৬ সেপ্টেম্বর ২৯ ১০:০৬:০৫
‘আন্তর্জাতিক অঙ্গনে ভারতই একঘরে হয়ে পড়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে ভারত-বিরোধী অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পাস্ট ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন নয়াদিল্লির এই মুখ্যমন্ত্রী।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, চমৎকার নিবন্ধ! উরি হামলার ঘটনার পর পাকিস্তানের চেয়ে মনে হচ্ছে, ভারতই আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে পড়েছে।

কেজরিওয়ালের এই টুইট বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই লিখেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরোধিতা করতে গিয়ে অন্ধ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

চলতি মাসের শুরুতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। হামলায় পাকিস্তান জড়িত বলে দাবি করে আসছে ভারত। এ নিয়ে দু`দেশের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনও ভেস্তে গেছে। বাংলাদেশ, ভারত, ভূটান, আফগানিস্তান ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

এদিকে, বুধবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড কাঠমান্ডুতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তানের বদলে অন্য কোনো সদস্য দেশে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test