E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে বান কি মুনের আহ্বান

২০১৬ অক্টোবর ০১ ১২:২৩:৪৬
ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে বান কি মুনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

দু’দেশের মধ্যে বিদ্যমান সংকট বিষয়ে গভীয় উদ্বেগ প্রকাশ করে বান কি মুন বলেন, উভয় দেশেকে এ সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক সংলাপের মাধ্যমে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সমাধান করতে হবে।

গত ১৮ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক চরম উত্তেজনায় রূপ নেয়। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায়-দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।

এরই মধ্যে ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় দেশের সৈন্যসহ বেশ কিছু মানুষ নিহত হওয়ার খবরও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test