E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিবীয় উপকূলে ৫০ শরণার্থীর মরদেহ উদ্ধার

২০১৬ অক্টোবর ০৫ ১৯:০৫:৩২
লিবীয় উপকূলে ৫০ শরণার্থীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : লিবীয় উপকূলে মঙ্গলবার ৩০টির বেশি অভিযান চালিয়ে ৫০ শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৫ হাজার শরণার্থীকে। বুধবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে।

গত দুই দিনে ১০ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। সাম্প্রতিক সময়ে শান্ত আবহাওয়া থাকায় বহু শরণার্থীকে নৌকায় করে ইউরোপে পাঠাচ্ছে মানবপাচারকারীরা। এভাবে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে এ পর্যন্ত কমপক্ষে ৫০ শরণার্থী।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার শরণার্থী বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এদের মধ্যে প্রায় ৩ হাজার ১শ’ শরণার্থীর মৃত্যু হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test