E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ

২০১৬ অক্টোবর ১৫ ১৪:২২:২১
ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুই নারী হলেন সামার জারভোস ও ক্রিস্টিন অ্যান্ডারসন।

সামার জারভোসের অভিযোগ, ২০০৭ সালে চাকরির কথা বলে লস অ্যাঞ্জেলসের একটি হোটেলে তাঁকে ডেকে নেন ট্রাম্প। এরপর যৌন নিপীড়ন করেন। একপর্যায়ে কম বেতনের একটি চাকরির প্রস্তাব দেন এই ব্যবসায়ী।

ক্রিস্টিন অ্যান্ডারসনের অভিযোগ, নব্বইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে তাঁকে যৌন নিপীড়ন করেন ট্রাম্প।

ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের এই গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। অভিযোগগুলোকে ‘মিথ্যা’ ও ‘সুনাম নষ্ট করার অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তোপের মুখে রয়েছেন। অভিযোগগুলো বানানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ট্রাম্পের।

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test