E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএসকে বিতাড়িত করতে ইরাকের মসুলে যুদ্ধ শুরু

২০১৬ অক্টোবর ১৭ ০৯:৩৮:০০
আইএসকে বিতাড়িত করতে ইরাকের মসুলে যুদ্ধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল শহরকে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনের কবল থেকে মুক্ত করতে যুদ্ধ শুরু করেছে ইরাকি বাহিনী ও তাদের মিত্ররা। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ কথা নিশ্চিত করেছেন।

বিবিসি জানায়, কুর্দিশ পেশমার্গা, ইরাকি সরকার এবং সহযোগী অন্য গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের পরিচালনায় আইএসের বিরুদ্ধে এই হামলা চালাবে। এর আগে থেকেই ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আইএস বিরোধী অভিযান চালাচ্ছিল এই গোষ্ঠীগুলো।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল। ২০১৪ সালের জুন মাস থেকে শহরটি আইএসের দখলে রয়েছে। এদিকে এই যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ১২ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

ইরাকে আইএসের শেষ শক্ত অবস্থান মসুল শহরে। আইএস এই শহর হারানোর অর্থ হল ইরাক আইএস মুক্ত হয়ে যাওয়া। তবে বিশেষজ্ঞরা ধারণা করছে, আইএস নামধারী এই জঙ্গি গোষ্ঠী তাদের অবস্থান হারালেও অতর্কিত হামলা অব্যাহত রাখবে। বিবিসি।








(ওএস/এস/অক্টোবর১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test