E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এভারেস্টজয়ী বিশ্বের প্রথম নারী আর নেই

২০১৬ অক্টোবর ২৩ ১০:৫৬:৫৪
এভারেস্টজয়ী বিশ্বের প্রথম নারী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বে এভারেস্ট জয়ী প্রথম নারী জুনকো তাবেই আর নেই। গতকাল শনিবার জাপানের এই নারী মারা যান। ৭৭ বছর বয়সী তাবেইর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। দেশটির সাইতামা শহরের একটি হাসপাতালে তাবেইর মৃত্যু হয়।

বিবিসি জানায়, গত চার বছর ধরে তাবেই পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন। ১৯৭৫ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয়ের খেতাব অর্জন করে তাবেই। ওই বছরের মে মাসে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। এছাড়া ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে তিনি সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের গৌরব অর্জন করেন। এভারেস্ট জয়ের মাত্র ১২ দিন আগে তুষার ধসে চাপা পড়েছিলেন তাবেই।

পরে একজন গাইড তাকে তুষারের নীচ থেকে টেনে তোলেন। তারপরও অভিযান বাতিল করেননি এই নারী। সেখান থেকেই আবার পাহাড় চড়তে শুরু করেন এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখেন।



(ওএস/এস/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test