E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলারির বিরুদ্ধে ফের তদন্তে এফবিআই

২০১৬ অক্টোবর ২৯ ১১:৩২:০০
হিলারির বিরুদ্ধে ফের তদন্তে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের সদ্য ফাঁস হওয়া ই-মেইলের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক জেমস কমি কংগ্রেসকে এ তথ্য জানিয়েছেন। তথ্যসূত্র : বিবিসি।

জেমস কমি বলেছেন, তদন্তকারীরা হিলারির নতুন ই-মেইলের সন্ধান পেয়েছেন। এসব ই-মেইলের সঙ্গে অপ্রাসঙ্গিক একটি ঘটনার যোগাযোগ রয়েছে। ই-মেইলে কী ধরনের তথ্য রয়েছে তা তদন্ত কর্মকর্তারা খুঁজে বের করবেন।

এফবিআই ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির এ প্রার্থীর একটি ব্যক্তিগত সার্ভার থেকে বেশ কিছু সংবেদনশীল ই-মেইল পেয়েছে। তবে ফাঁস হওয়া নতুন ই-মেইল ব্যক্তিগত সার্ভার থেকে উদ্ধার করা হয়নি। এ ছাড়া হিলারিই এসব মেইল পাঠিয়েছিলেন কিনা সে বিষয়েও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test