E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্কে হিলারির পক্ষে আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশন কমিটির র‌্যালি

২০১৬ অক্টোবর ৩১ ১৬:১৯:৩৭
নিউইয়র্কে হিলারির পক্ষে আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশন কমিটির র‌্যালি

নিউইয়র্ক থেকে এনা : আগামী ৮ নভেম্বর মঙ্গলবার আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করছেন সাবেক ফাস্ট লেডি এবং পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন।

অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক নির্বাচন শেষে কনভেনশনের মাধ্যমে দুটো দল তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন। দলীয় প্রার্থী ঘোষণা এবং টিভি বিতর্ক শেষে ডেমক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন সব সময়ই এগিয়ে ছিলেন। নির্বাচনের ২ সপ্তাহ আগেও হিলারি ক্লিন্টন ৯ থেকে ১০% ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু মাত্র দুই দিন আগে এফবিআই ডিরেক্টর জেমস কমি হিলারির বিরুদ্ধে যেন বোমা ফাটালেন। বিষয় সেই ই-মেইল। নতুন করে হিলারির ই- মেইল কেলেঙ্কারির অভিযোগ আনলেন। হিলারির বিরুদ্ধে ই- মেইল নিয়ে অভিযোগ নতুন নয়। তদন্ত শেষে এই জেমস কমিই তা নাকচ করে দিয়েছিলেন। সেই কমিই নির্বাচনের মাত্র ১০ দিন আগে নতুন ই-মেইল কেলেঙ্কারির কথা আবারো তুললেন।

যদিও আমেরিকার বিচার বিভাগ জেমস কমির এই বিষয়টি আমলে নিচ্ছেন না। বিচার বিভাগ আমলে না নিলেও আমেরিকান জনগণ আমলে নিয়েছেন। যে কারণে হিলারি ও ট্রাম্পের ব্যবধান কমে এসেছে। এদিকে হিলারি ক্লিন্টনও এর সমলোচনা করেছেন এবং রাজনীতি না করে সমস্ত ই-মেইল প্রকাশ করার আহবান জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। এই প্রার্থীর প্রতিযোগিতা এতদিন অসম থাকলেও এখন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে হিলারি মাত্র ১ থেকে ২% ভোটের ব্যবধানে এগিয়ে।

এদিকে গত ৩০ অক্টোবর দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশন কমিটি হিলারির পক্ষে র‌্যালি করেছে। সেই র‌্যালিতে বক্তারা মুসলমান এবং ইমিগ্র্যান্টদের অস্তিত্ব রক্ষায় হিলারি ক্লিন্টনকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

কম্যুনিটি লীড়ার এন মজুমদারের পরিচালনায় র‌্যালিতে বক্তব্য রাখেন আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশন কমিটির চেয়ারম্যান এম ডি আলম, এ্যাসেম্বলীম্যান হোজে রিভেরা, মিশিগানের মেয়র মোহাম্মদ খারুল্লাহ, কম্যুনিটি ইক্টিভিস্ট খোরশেদ খন্দকার, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, রাজনীতিবিদ গিয়াস আহমেদ, জাকারিয়া চৌধুরী, সোলায়মান আলী, মূলধারার রাজনীতিবিদ মাফ মিসবাহ, মাজেদা উদ্দিন, কম্যুনিটি লীডার মঞ্জুর চৌধুরী, এম ফখর, মিনা ইসলাম, ফিলাডেলফিয়ার সাবেক কাউন্সিলর আনিস আহমেদ, পুলিশ অফিসার মাল ডোনাডো, ডেমক্র্যাটিক দলের নেতা রেহান রেজা, ড. নাহিদ খান, শাহজাহান শেখ, ড. কাশেম, এ এফএম মিসাউজ্জামান, আবু আব্দুস সামা, সাইফ খান, মুসলিম এলায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আক্তার, রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, সংগঠনের ন্যাশনাল লীডার ওয়ালি করিম, আবু জাফর মাহমুদ, আনোয়ার খান, সাফাজ খান, ডা. তালাত খান, এমডি আবু ইউছুপ, গাজাল সালাম প্রমুখ।

র‌্যালিতে বক্তারা বলেন, আমেরিকায় মুসলমান এবং ইমিগ্র্যান্টদের অস্তিত্ব রক্ষা করতে হলে হিলারি ক্লিন্টনকে ভোট দিতে হবে। তারা বলেন, ট্রাম্প শুধু মুসলিম এবং ইমিগ্র্যান্ট বিরোধী নয়, সে মানবতাবিরোধী। সে আমেরিকার মূল্যবোধ বিরোধী। তার কাছে আমেরিকা নিরাপদ নয়। তারা বলেন, আমরা ট্রাম্পের মত হিংসা- বিদ্বেষ চাই না, আমরা ভালবাসা চাই। আমরা জাতি- ধর্ম- বর্ণে ট্রাম্পের মত বিভক্তি তৈরি করতে চাই, আমরা সৌহার্দ্য- সম্প্রীতির বন্ধন তৈরি করতে চাই। এই সৌহার্দ্য- সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হলে হিলারি ক্লিন্টনকে ভোট দিতে হবে। তারা আরো বলেন, আমেরিকা হচ্ছে ফ্রি কান্টি এবং ফ্রি ল্যান্ডের দেশ। আমাদের সেই অধিকার রক্ষা করতে হলে হিলারি ক্লিন্টনকে ভোট দিতে হবে।

(এনা/এএস/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test