E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইমেইল বিতর্কে চাপে হিলারি

২০১৬ নভেম্বর ০১ ১০:০৭:১৩
ইমেইল বিতর্কে চাপে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : ক্লিনটনরা মাফিয়া পরিবার। এমন মন্তব্য করেছেন সাবেক এফবিআই প্রধান জেমস কালসট্রোম। তার মতে, আসন্ন মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল-ক্লিনটন চিহ্নিত অপরাধী পরিবার।

সাম্প্রতিক সময়ে ইমেইল বিতর্কে বেশ চাপে আছেন হিলারি। হিলারির ই-মেইল নতুন করে তদন্ত করছে এফবিআই। তবে মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতারা বলছেন, হিলারি ক্লিনটনের ই-মেইল পুণরায় তদন্ত এবং তার ফলাফল প্রকাশ করে আইন বর্হিভূূত কাজ করছে এফবিআই। তাদের এমন কাজে হিলারির নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। জনমনে হিলারিকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

শুধু তাই নয় নতুন করে ই-মেইল বিতর্কের জের ধরে হিলারির জনপ্রিয়তায় ধস নেমেছে। এর আগের জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। অথচ জনমত জরিপে সেই ব্যবধান কমিয়ে হিলারির কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। এখন দুজনের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট।

ইমেইল বিতর্কের কারণে আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর মধ্যেই হিলারির জনপ্রিয়তা কিছুটা কমে গেছে।

জেমস কালসট্রোম বলছেন, ‘ক্লিনটন পরিবার একটি অপরাধ সংগঠনের মত। আর ক্লিনটন ফাউন্ডেশনতো একটি নরককুণ্ড।’

হিলারি তার কার্যালয়ের জন্য যেভাবে অর্থ সংগ্রহ করেন সে বিষয়টিও বেশ ভয়ানক বলে উল্লেখ করেছেন কালসট্রোম।

তিনি আরো, ‘হিলারি আবেগপূর্ণ মিথ্যা বলেন। তিনি সবসময় মিথ্যা বলেন। এমন কাউকে হোয়াইট হাউজের জন্য নির্বাচিত করার বিষয়ে ঈশ্বরের নিষেধাজ্ঞা রয়েছে।’

(ওএস/এএস/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test