E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাকির নায়েককে ভারতে ফেরাতে 'রেড কর্নার' নোটিশ !

২০১৬ নভেম্বর ২১ ১২:২২:৩৪
জাকির নায়েককে ভারতে ফেরাতে 'রেড কর্নার' নোটিশ !

আন্তর্জাতিক ডেস্ক :মুম্বাইয়ে থাকা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি সেন্টারে তল্লাশির পর এবার জাকির নায়েককে ভারতে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দেশটির 'ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি' (এনআইএ)।

বর্তমানে সৌদিতে রয়েছেন জাকির নায়েক। সেখান থেকে তাকে ভারতে ফেরাতে 'রেড কর্নার' নোটিশ জারি করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এনআইএ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, এনআইএ জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে একটি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তারপরই ইন্টারপোলের রেড কর্নার নোটিশের আবেদন করবে। এতে সৌদি সরকার জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হবে।

গত শুক্রবার সন্ধ্যায় ১৫৩এ এবং ইউএপিএ আইনে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোতে উসকানি দেয়া এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করে (এনআইএ)। শুধু তাই নয়, ওই দিনই এনআইএ এর একটি দল জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি সেন্টারে তল্লাশি চালায়।

এরও আগে গত ১৫ নভেম্বর জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে ভারত সরকার। আগামী ৫ বছরের জন্য সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়।

বাংলাদেশের গুলশানে হামলাকারীরা জাকির নায়েকের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়েছিলো বলে দাবি উঠলে জাকির নায়েককে গ্রেফতার ও তার স্বেচ্ছাসেবী সংগঠনটিকে বেআইনি ঘোষণার উদ্যোগ নেয় ভারত।

ভারতে থাকলেই গ্রেফতার করা হতে পারেন, এই আশঙ্কায় বিদেশে পাড়ি দেন জাকির নায়েক। এমনকি, গ্রেফতার এড়াতে বাবার শেষকৃত্যেও হাজির হননি তিনি।








(ওএস/এস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test