E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মোদি একজন বাজে রাজনীতিবিদ’

২০১৬ নভেম্বর ২৫ ১৭:৪৯:০৭
‘মোদি একজন বাজে রাজনীতিবিদ’

আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কয়েকদিন ধরেই তোপের মুখে পড়তে হচ্ছে। শুক্রবারও সংসদে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। অন্যদিকে, এই ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন।

শুক্রবার মোদিকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় মমতা বলেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। নরেন্দ্র মোদি অত্যন্ত বাজে একজন রাজনীতিবিদ। আর তার থেকেও একজন খারাপ প্রশাসক। তিনি মিথ্যা বলছেন। সব বিরোধী একজোট হচ্ছে আর তিনি বিভক্ত হয়ে পড়ছেন।

এদিকে, সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি বলছেন, ‘যারা প্রতিবাদ করছেন তারা নিজেদের কালো টাকা সাদা করতে পারেননি। যারা নোট বাতিলের প্রতিবাদ করছেন, সরকারের প্রস্তুতি কতটা ছিল তা নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তারা আসলে নিজেরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, সমস্যাটা সেখানেই।’

হঠাৎ করেই ৫শ’ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর দেশ জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলো। সরকার আরো প্রস্তুতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করলে সাধারণ মানুষের এত হয়রানি হত না বলেও উল্লেখ করেছেন অনেকেই।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test