E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্ধ হয়ে যাচ্ছে জুকারবার্গ ও বিল গেটসের স্কুল

২০১৬ নভেম্বর ২৬ ১১:৩০:০৩
বন্ধ হয়ে যাচ্ছে জুকারবার্গ ও বিল গেটসের স্কুল

আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের তত্ত্বাবধানে আফ্রিকার দেশ উগান্ডায় পরিচালিত বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।

ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিস (বিআইএ) এর আওতায় উগান্ডার লিম্বোতে পরিচালিত স্কুলগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে উগান্ডা কর্তৃপক্ষ।

উগান্ডার হাইকোর্টের ব্যাখ্যায় বলা হয়েছে, বিআইএ এর অধীনে মাইক্রোসফটের বিল গেটস ও ফেসবুকের জুকারবার্গ প্রতিষ্ঠিত স্কুলগুলো অস্বাস্থ্যকর ও অযোগ্য। যে কারণে ডিসেম্বরের মধ্যে সেসব স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক হুজাইফা মোতাজিন্ডওয়া বলেন, নার্সারি ও প্রাইমারি স্কুলগুলোর কোনো লাইসেন্স নেই। শিক্ষকরাও যোগ্য নন। স্কুলগুলোর কারিকুলামের সুস্পষ্ট কোনো রেকর্ডও নেই।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় জানেই না, স্কুলগুলোতে বাচ্চাদের কী শেখানো হচ্ছে? যা নিয়ে সরকার উদ্বিগ্ন।

ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিস (বিআইএ) এর আওতায় গোটা আফ্রিকায় চার শতাধিক নার্সারি ও প্রাইমারি স্কুল পরিচালিত হয়ে আসছে।





(ওএস/এস/নভম্বের২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test