E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৪

২০১৬ নভেম্বর ২৬ ১২:১৪:৫৫
ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক :দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইরানে অন্তত ৪৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাজধানী তেহরান থেকে ৪০০ কি.মি. দূরবর্তী উত্তরের প্রদেশ সেমনানে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরার খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন এবং উদ্ধারকাজ দ্রুত পরিচালনা করার নির্দেশনাও দিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে দুটি ট্রেনের এলোমেলো বগি। এর মধ্যে দুটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে।

ইরানের রেডক্রিসেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। একটি ট্রেনে প্রায় ৪০০ জনের মতো যাত্রী ছিলেন। তবে অপর ট্রেনে ঠিক কতজন ছিল তা জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ২০০৪ সালে ইরানে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩২৮ জন প্রাণ হারিয়েছিল।









(ওএস/এস/নভম্বের২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test