E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জয়ললিতা

২০১৬ ডিসেম্বর ০৬ ২১:১৯:০৮
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জয়ললিতা

অান্তর্জাতিক ডেস্ক : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চেন্নাইয়ের মারিনা বিচে এমজি রামচন্দনের সমাধির পাশে শায়িত হলেন তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী জয়ললিতা। মঙ্গলবার বিকেলে জয়ললিতার শেষকৃত্যের আচার পালন করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শশীকলা।

জয়ললিতার শেষযাত্রায় হাজার হাজার মানুষের ঢল নামে মারিনা বিচের আশ-পাশের রাস্তায়। ভারতের ইতিহাসে তুমুল জনপ্রিয় এক কিংবদন্তি রাজনীতিকের বিদায় ঘটলো চন্দন কাঠের বক্সে ভরিয়ে সমাধিস্থ করার মাধ্যমে।

সোমবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভক্তদের কাছে আম্মা হিসেবে পরিচিত এক সময়ের অভিনেত্রী জয়ললিতা।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজাজি হলে পৌঁছে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এর আগে, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তামিলনাড়ু এই জনপ্রিয় রাজনীতিককে শ্রদ্ধা জানান। আম্মাকে শেষশ্রদ্ধা জানান তামিলনাড়ুর সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম।

শেষকৃত্যে জয়ললিতাকে গান স্যালুট জানায় মাদ্রাজ রেজিমেন্ট। এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, জয়ললিতার শেষকৃত্যে রাজাজি হলের মাঠে লাখ লাখ মানুষের ঢল নামে। এ সময় ভক্তদের অনেকেই একে অপরকে জড়িয়ে কান্না করেন; তৈরি হয় এক আবেগঘন মুহূর্তের।

(ওএস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৬)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test