E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে জাস্টিন ট্রুডো

২০১৭ জানুয়ারি ১৭ ১৪:৩৬:১৪
অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ফেডারেল এথিকস কমিশনার। খবর বিবিসির।

নতুন বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য জাস্টিন ট্রুডোর পরিবার ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বীপপুঞ্জের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ নিয়েই যত বিতর্ক শুরু হয়েছে।

জাস্টিন ট্রুডোর অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া দেশের স্বার্থে সংঘাত তৈরি করে কিনা সে বিষয়েই তদন্ত করা হবে।

এ বিষয়ে ট্রুডো অবশ্য বলেছেন, তিনি যে কোন প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোন নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হচ্ছে।

ট্রুডো স্বীকার করেছেন যে, তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যবহার করেছেন। আগা খানের পরিবারের সঙ্গে ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে এই ফাউন্ডেশন কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত শত কোটি ডলার গ্রহণ করেছে।

কানাডার আইন অনুযায়ী সে দেশের কোন মন্ত্রী কারো কাছ থেকে কোন উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। এখনো পর্যন্ত কানাডার কোন প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ীও করা হয়নি।

কিন্তু এ ধরনের অভিযোগ ট্রুডোর সম্মানের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সঙ্গে মেলামেশার জন্য তার বেশ সুনাম রয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test