E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাম্পের সঙ্গে সমঝোতার তথ্য ‘রাবিশ’ : পুতিন

২০১৭ জানুয়ারি ১৮ ১০:৫৫:১৭
ট্রাম্পের সঙ্গে সমঝোতার তথ্য ‘রাবিশ’ : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সমঝোতার তথ্য ‘রাবিশ’। তিনি ট্রাম্পের গোপন তথ্য সংগ্রহের বিষয়টিও নাকচ করে দিয়েছেন। যারা ট্রাম্পের সঙ্গে যৌনকর্মীদের সম্পর্ক নিয়ে কথা তুলছেন তারা যৌনকর্মীদের চেয়েও খারাপ বলে পুতিন মন্তব্য করেন। তিনি কখনো ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্ করেননি বলেও জানান। এর আগে রাশিয়া সাবেক ব্রিটিশ গোয়েন্দাকে এসব তথ্য ফাঁঁসের জন্য দায়ী করেছিল। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, পুতিন মঙ্গলবার মালদোভা প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি ডোনাল্ট ট্রাম্প ও রাশিয়াকে নিয়ে কিছু অসত্য তথ্য সম্পর্কে অবগত হয়েছি যা সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা তৈরি করেছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।

পুতিন বলেন, এটা সত্য যে ট্রাম্প কয়েক বছর আগে (তারিখ স্মরণ করতে পারছি না) রাশিয়ায় এসেছিলেন। তিনি এসেছিলেন একজন্য ব্যবসায়ী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে নয়। তার রাজনৈতিক আকাঙ্খা ছিল কিনা তাও আমাদের জানা ছিল না। আমরা প্রত্যেক আমেরিকান বিলিয়নারকে বিশেষ নিরাপত্তা দিয়ে থাকি। সেই অনুযায়ী ট্রাম্পকেও দেওয়া হয়েছিল।

মস্কোয় এসে ট্রাম্পের যৌনকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রথমত, তিনি প্রাপ্তবয়স্ক এবং দ্বিতীয়ত, তিনি বহু বছর ধরে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করছেন। অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে তার পরিচয় আছে। এটা বিশ্বাস করা কঠিন যে তিনি আমাদের হোটেলে নিম্ন শ্রেণীর কোনো যৌনকর্মীর কাছে গিয়েছিলেন। যদিও এসব যৌনকর্মীরা বিশ্বের মধ্যে সবচেয়ে ভাল মানের।

পুতিন আরো বলেন, যৌনকর্ম সমাজের চোখে খারাপ। অনেক যুবতী মেয়ে পেটের তাগিদে এই পেশায় যান। এটা সমাজের একটা খারাপ দিক। কিন্তু যারা যৌনকর্মীদের সঙ্গে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক নিয়ে কথা তুলেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই কাজ করছেন। তারা তো যৌনকর্মীর চেয়েও খারাপ।







(ওএস/এস/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test