E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ

২০১৭ জানুয়ারি ২৭ ১১:১৪:৫৫
ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক বৃটেনের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। খবর বিবিস, রয়টার্স, সিএনএন।

বেক্সিটের সমর্থনে একটি বিলের পক্ষে ভোট দিতে বলায় ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর জন্য ওই বিলটি আনা হয়।

বৃহস্পতিবার তিনি লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে লিখিত চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি জানান।

জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‌‌‌‘ইইউ ত্যাগের বিষয়টি আমার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, ইইউ ছাড়লে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।’

২০১৫ সালের মে মাসে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়ন পেয়ে হ্যাম্পস্টিড ও কিলবার্ন এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর থেকে দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

গত বছরের সেপ্টেম্বরে লেবার পার্টির শিক্ষাবিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test