E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানের সংসদে মারপিট

২০১৭ জানুয়ারি ২৭ ১২:২৩:৪৬
পাকিস্তানের সংসদে মারপিট

আন্তর্জাতিক ডেস্ক :সরকার এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে ধস্তাধস্তিতে, পাকিস্তানের জাতীয় পরিষদ যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। একটি সংবাদ সংস্থার ভিডিওতে সেই ছবি উঠে আসে। এই ঘটনার পর অধিবেশন ১৫ মিনিটের জন্য স্থগিত করে দেওয়া হয়।

জানা গিয়েছে, বিরোধী দলের পাঁচ সদস্য স্পিকার আয়াজ সাদিককে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাব স্বীকারের অনুরোধ করে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা শাহ মেহমুদ কুরেশির পার্টির সদস্যরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। ক্ষমতাসীন পিএমএল (এন) এর সাংসদ শাহিদ অব্বাসী কুরেশিকে তার পার্টির সদস্যদের নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান। কুরেশির সঙ্গে বিপক্ষের সাংসদরা মারপিটে জড়িয়ে পড়ে।

আরও জানা যায়, এরপরও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে প্রতিবাদ চলতে থাকে। তারা বিক্ষোভ জানিয়ে বলে, অব্বাসী তাদের পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। এরপরই সরকার এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

পাকিস্তানের সর্বোচ্চ আদালতে সেই সময় পানামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যুক্ত একটি মামলার শুনানি চলছিল।

(ওএস/এস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test