E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশ্মিরে তুষারধসে ১১ সেনার মৃত্যু

২০১৭ জানুয়ারি ২৭ ১৪:০৭:১৩
কাশ্মিরে তুষারধসে ১১ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের গুরেজ সেক্টরে দু’বার তুষারধসের ঘটনায় ১১ সেনা নিহত হয়েছেন। গুরেজ সেক্টরের বানদিপোর জেলার একটি সেনা পোস্টে ওই তুষারধসের ঘটনা ঘটেছে। ওই একই জেলায় টহলরত বেশ কয়েকজন সেনা তুষারধসের ঘটনায় বরফের নিচে চাপা পড়েছেন।

তুষারধসের ঘটনায় সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তিন সেনা নিখোঁজ রয়েছেন।

তীব্র তুষারপাতের কারণে উপত্যকা জুড়েই সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে কুপওয়ারা, উরি, বারামুলা, লোলাব, গুরেজ, মাচিলসহ একাধিক এলাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

তুষারধসে সেনা নিহতের ঘটনায় বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তুষারপাতের কারণে মঙ্গলবার থেকেই বন্ধ রয়েছে শ্রীনগর-জম্মুর জাতীয় সড়ক এবং বিমানবন্দরও। রাজ্যের ট্রাফিক কন্ট্রোল দফতর ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হলেই জাতীয় সড়ক ও বিমানবন্দর খুলে দেওয়া হবে।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test