E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজার ৯০ ভাগ পানি পান উপযোগী নয়

২০১৭ জানুয়ারি ২৭ ১৭:০৮:৩০
গাজার ৯০ ভাগ পানি পান উপযোগী নয়

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ৯০ ভাগ পানি পান উপযোগী নয় বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। তিনি বলেছেন, উপত্যকায় বসবাসরত অল্প সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারছেন।

ফিলিস্তিনের পানি সম্পদ কর্তৃপক্ষের ডেপুটি চেয়ারম্যান রেবহি আশ-শেইখ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন।

গাজা উপত্যকায় ২০০৭ সালের জুন থেকে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ কারণে, জ্বালানির অভাবে উপত্যকার পানি বিশুদ্ধিকরণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে কর্তৃপক্ষকে পাম্পের সাহায্যে সাগরের পানি উঠিয়ে সরাসরি সরবরাহ করতে হচ্ছে। এই পানি দিয়ে গোসল ও কাপড় ধোয়ার কাজ করা গেলেও রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করতে পারছেন না উপত্যকাবাসী। যাদের সামর্থ্য আছে তারা দোকান থেকে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন। এ ছাড়া, গাজা উপত্যকায় হাতে গোনা কয়েকটি পানি বিশুদ্ধীকরণ যন্ত্র রয়েছে যেখানে সারাদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন এক জেরিক্যান সুপেয় পানি পাওয়ার আশায়।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test