E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়ার সঙ্গে সম্পর্ক পরিবর্তনের 'নিশ্চয়তা' নেই : ট্রাম্প

২০১৭ জানুয়ারি ২৮ ১০:৪১:১৬
রাশিয়ার সঙ্গে সম্পর্ক পরিবর্তনের 'নিশ্চয়তা' নেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা, তা বলতে পারছেন না।
শনিবার দুই দেশের নেতা প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেন। সেখানে পারস্পরিক সম্পর্ক আর জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মি. ট্রাম্প বলছেন, ''রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। সামনে কি ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না, হয়ত অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না। ''

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মি. ট্রাম্প বলেন, ''প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন সম্পর্ক হয়, তা খুবই ভালো হবে। ''

যুক্তরাজ্যের সঙ্গে তাদের যে গভীর সম্পর্ক রয়েছে, তা অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে চরম কড়াকড়ি আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসলামপন্থী উগ্র সন্ত্রাসীদের প্রতিহত করতেই এই আইন বলে হোয়াইট হাউজ দাবি করেছে।

এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচের জের ধরে বৈরিতার মাঝে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে একঘণ্টার বেশি সময় ধরে টেলিফোন আলাপ করেছেন মি. ট্রাম্প।

তিনি বলছেন, তাদের মধ্য বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে এবং সামনের মাসগুলোয় মেক্সিকোর সঙ্গে আরো আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন।
সূত্র : বিবিসি

(ওএস/এস/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test