E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণার্থী শিশুদের নিয়োগ করছে আইএস

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১১:২৬:৩১
শরণার্থী শিশুদের নিয়োগ করছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক :শরণার্থী শিশুদের জঙ্গি কার্যকলাপের জন্য নিয়োগ করছে ইসলামিক স্টেট বা আইএস। লেবানন ও জর্ডানের প্রায় ৮৮ হাজার শিশু এখন আইএস-এর লক্ষ্য। এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা কুইলিয়াম।
 

অভিভাবকহীন শরণার্থী শিশুদের দালালদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছে জঙ্গি সংগঠনটি।

কুইলিয়ামের ওই রিপোর্টে বলা হয়েছে, ইউরোপিয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের এক হিসেব অনুযায়ী লেবানন ও জর্ডানের ৮৮ হাজার ৩০০ জন শিশুর কোনো অভিভাবক নেই। এদেরই জঙ্গি কার্যকলাপে লাগানোর আশংকা প্রবল।

কুইলিয়ামের গবেষক নিকিতা মালিক এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু হয়ে ‌যাওয়া শিশু-কিশোরদের লক্ষ্য নির্ধারণ করেছে আইএস। এইসব শিকড়হীন শিশুদের জঙ্গি‌ কার্যকলাপে লাগানো অনেকটাই সহজ। এক্ষেত্রে কিশোরীরাও ছাড় পাচ্ছে না। দেখা গেছে, এক একটি শিশু-কিশোরের জন্য ২ হাজার পাউন্ড পর্যন্ত দর হাঁকছে আইএস।

২০১৬ সালে জর্ডানের স্পেশাল পুলিশ ফোর্স সেদেশের উদ্বাস্তু শিবিরগুলোতে আইএস-এর একটি স্লিপার সেলের খোঁজ পায়। এরা ওইসব শিবিরগুলো থেকে অভিভাবকহীন ছেলেমেয়েদের বের করে নিয়ে ‌যাচ্ছে। টাকা ও ভালো থাকার লোভ দেখিয়ে ওইসব শিশুদের জঙ্গি কার্যকলাপে কাজে লাগানো হচ্ছে।



(ওএস/এস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test