E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১২:১৬:২৫
কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি

আন্তর্জাতিক ডেস্ক :শান্তিতে নোবেল বিজয়ী এবং সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি হয়েছে। সোমবার রাতে নয়া দিল্লিতে তার বাড়ি থেকে নোবেল পুরস্কারটি চুরি হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তবে এটি মূল পুরস্কারের প্রতিলিপি (রেপলিকা)। আসল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত আছে। কৈলাশের বাড়ি থেকে নোবেল পুরস্কারসহ আরো অনেক কিছু চুরি হয়েছে।

প্রখ্যাত শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ‘বাচপান বাচাও আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সত্যার্থী। নোবেল পুরস্কার চুরির ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধ এবং ফরেসনিক দল ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করেছে।

এর আগে গত বছরের নভেম্বরে কংগ্রেস নেতা এবং লোকসভার এমপি শশী থারুরের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরস্কার হিসেবে দেয়া বেশ কয়েকটি মূর্তি, তামার তৈরি গান্ধী চশমাসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়।

সত্যার্থীর বাড়ি থেকে নোবেল চুরির ঘটনায় দিল্লিজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।









(ওএস/এস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test