E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

২০১৭ ফেব্রুয়ারি ১০ ১৮:৫২:২২
চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ডেনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার নেওয়া প্রতিটি পদক্ষেপের জন্য তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এইবার আর সমালোচনা না, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।

ক্ষমতায় আসার পর ট্রাম্প ১৮টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ফোন করেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি চিনফিংকে ফোন করেননি তিনি। তাই এই বার চিঠির মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। চীনা নববর্ষের ১১ দিন পর চিনা প্রেসিডেন্টকে চিঠির মাধ্যমে চীনের সমৃদ্ধের জন্য ধন্যবাদ জানালেন ট্রাম্প।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, আমেরিকা ও চীনের মধ্যে গঠনমূলক সম্পর্ককে আরো জোরদার করা এবং ব্যবসা বাণিজ্যের জন্য চীনকে আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্প যখন প্রেসিডেন্টের শপথ গ্রহন করেন, তখনই চীনের প্রেসিডেন্ট তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। তবে গোটা চিঠিই কূটনৈতিকভাবে লেখা হয় বলে ট্রাম্প প্রশাসন সূত্রের মতামত।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test