E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যাঙ্গোলায় স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

২০১৭ ফেব্রুয়ারি ১১ ১০:৫৪:৩৫
অ্যাঙ্গোলায় স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার অ্যাঙ্গোলার উত্তারাঞ্চলের শহর উইজিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঢুকতে না পেরে সমর্থকরা হুড়োহুড়ি শুরু করলে শতাধিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই খেলা দেখতে আসা দর্শকের সংখ্যা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল।

স্থানীয় একটি হাসপাতালের মহাপরিচালক আর্নেস্তো লুইস রয়টার্সকে বলেছেন, কাউকে কাউকে একেজনের পিঠের উপর দিয়ে হেঁটে যেতে হয়েছে। আমার ৭৬ জনকে আহত অবস্থায় পেয়েছি, যাদের মধ্যে ১৭ জন মারা যান।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অ্যাঙ্গোলা ও পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোসে এদুর্দো দস সান্তোস।

শেষ পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সান্তা রিতা দি ক্যাসিয়া ০-১ গোলে পরাজিত হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test