E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেল উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ১২ ১১:৪৯:১৫
কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী এবং সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কারের প্রতিলিপিটি উদ্ধার করা হয়েছে। নোবেল পুরস্কারে সঙ্গে চুরি যাওয়া গহনাও উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় ৩ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির কালকাজিতে কৈলাস সত্যার্থীর ফ্ল্যাটের দরজা ভেঙে তার নোবেল পুরস্কার এবং বেশ কিছু জিনিস চুরি করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রখ্যাত শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ‘বাচপান বাচাও আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিশু অধিকার নিয়ে কাজ করছে।

২০১৫ সালের জানুয়ারিতে নোবেল পদকটি রাষ্ট্রপতিকে উপহার দেন সত্যার্থী। সেই থেকে পদকটি রাষ্ট্রপতি ভবনেই প্রদর্শিত রয়েছে। তার নিজের বাড়িতে থাকা প্রতিলিপিটি চুরি হয়েছিল।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test