E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্বকের যত্নে উইন্টার বডি কেয়ার

২০২০ নভেম্বর ২৩ ১৪:০৮:১৮
ত্বকের যত্নে উইন্টার বডি কেয়ার

লাইফস্টাইল ডেস্ক : ত্বক নিয়ে সচেতন মানুষের জন্য ‘উইন্টার বডি কেয়ার’ নামে নতুন একটি প্রসাধনী পণ্য বাজারে এনেছে জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ার। রবিবার (২২ নভেম্বর) ধানমন্ডির মিনা বাজার শাখায় পণ্যটি উদ্বোধন করা হয়।

জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, পরিচালক কাজী আনিস আহমেদ, পরিচালক কাজী ইনাম আহমেদ ও অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা ও গ্রুপের পরিচালক ড. মালিহা মান্নান আহমেদ পণ্যটির উদ্বোধন করেন।

মালিহা মান্নান বলেন, ‘কোনো দেশি কোম্পানি প্রথমবারের মতো এ ধরনের একটি পণ্য বাজারে এনেছে। শীতের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হলেও সারাবছরই ব্যবহার করা যাবে। যারা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকেন কিংবা অফিস করেন; তাদের জন্য এটি খুব কাজে দেবে। অর্গানিকেয়ারের পণ্যের ক্ষেত্রে আমরা শুরু থেকেই কাঁচামালের মানসম্মত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।’

অর্গানিকেয়ারের এ প্রতিষ্ঠাতা বলেন, ‘পণ্যটি তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক নারিকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন ই তেলের নির্যাস থেকে সংগৃহীত।’

তিনি বলেন, ‘সরাসরি যশোর ও খুলনার স্থানীয় নারিকেল তেলের কারখানা থেকে তেলের নির্যাস সংগ্রহ করেছি আমরা। নিজস্ব বাগানে অ্যালোভেরা চাষ করা হয়েছে। সে কারণে ক্রিমটি এতটাই ঘন হয়েছে যে, বডি বাটা ক্যান ব্যবহার করতে বাধ্য হয়েছি।’

মালিহা বলেন, ‘এটি ব্যবহারের মধ্য দিয়ে ত্বক নরম হবে। সলিউশন তাড়াতাড়ি মিশে যাবে। এতে ১২-২৪ ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র থাকবে এবং বিভিন্ন রোগ থেকে ত্বককে বাঁচিয়ে রাখবে। এর ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং এর ঘ্রাণ অনেক বেশি স্বস্তি দেবে।’

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘এ ধরনের উচ্চ মানসম্পন্ন পণ্য দেশে তৈরি হয় না বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।’

জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘পণ্যটি আধুনিক বিজ্ঞান ও প্রাকৃতিক ছোঁয়ার সংমিশ্রণের একটি ভালো উদাহরণ। আশা করি, ভোক্তারা শিগগিরই এর সুফল পাবেন এবং পণ্যটি বিপুল আস্থা অর্জন করবে।’

(ওএস/এসপি/নভেম্বর ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test