E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাস্ক পরেও মেকআপ ঠিক রাখার কৌশল

২০২১ জুলাই ২২ ১৫:৫১:৪২
মাস্ক পরেও মেকআপ ঠিক রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক : করোনাকালে ঘর থেকে বের হওয়ার সুযোগ অনেক কমই মেলে। তারপরও উৎসবের আমেজে বাইরে বের হলেও মাস্ক পরা বাধ্যতামূলক। কারণ চারপাশে ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাসের জীবাণু। তাই সুস্থ থাকতে এখন মাস্কের বিকল্প নেই!

তবে মাস্ক পরলে মেকআপ দ্রুত নষ্ট হয়ে যায়। সুন্দরভাবে মেকআপ করার পর কোথাও ঘুরতে গেলে মাস্ক পরার কারণে পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। মাস্ক পরলে লিপস্টিক সহজেই ছড়িয়ে পড়তে পারে।

সেইসঙ্গে মুখের যতটুকু স্থান মাস্কে ঢাকা পড়ে; সেখানে ঘাম হওয়ার ফলে মেকআপ গলতে থাকে। এর ফলে বাড়ে ব্রণের সমস্যা কিংবা র্যাশ। অনেকেই হয়তো জানেন না, মাস্ক পরেও মেক-আপ ঠিক রাখা সম্ভব। তবে কীভাবে? জেনে নিন কৌশল-

>> এ সময় হালকা মেকআপ ব্যবহারের চেষ্টা করুন। এতে ত্বক যেমন ভালো থাকবে সেই সঙ্গে মাস্কেও মেকআপ কম লাগবে।

>> মাস্ক ব্যবহারের সময় গাঢ় রঙের কোনো লিপস্টিক ব্যবহার করবেন না। এতে মাস্কে লিপস্টিক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না।

>> ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। এর ফলে ঘামলেও মেকআপ নষ্ট হবে।

>> ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এর ফলে তা মাস্কে লাগবে না। আর মেকআপও সেট থাকবেন।

>> মাস্কের উপর সবার আগে চোখেই আকৃষ্ট হয়, তাই নজর দিন আই মেকআপে। কাজলের সঙ্গে মাস্কারা ব্যবহার করুন। এতে চোখ আরও বেশি আকর্ষণীয় লাগবে।

>> ব্লাশঅন এব হাইলাইটার ব্যবহারের দিকে নজর দিন। কারণ মাস্ক পরার ফলে তা নষ্ট হযে যেতে পারে। এজন্য অবশ্যই মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।

>> মুখ বেশি ঘামলে, কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে চেপে চেপে ঘাম মুছে নিন। তাহলে মেকআপ গলবে না।

>> একবার মাস্ক পরলে তা বারবার খুলবেন না। এ ছাড়াও মুখে বেশি হাত লাগাবেন না। তাহলে মেকআপ ঠিক থাকবে।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test