E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মহাবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে’

২০১৮ মে ২২ ১৫:৫২:২০
‘মহাবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে’

নিউইয়র্ক : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, মহা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। স্বৈরাচারী সরকার ১৯৭৫ সালের মতো আবারও একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সে অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ। আগেও তারা ব্যর্থ হয়েছিল।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের গ্রীন হাউজ রেষ্টুরেন্ট হলে স্থানীয় সময় সোমবার কিকেলে যুক্তরাষ্ট্র জাসাসের বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হেলাল খান আরো বলেন, আমরা খুব ভালো নেই। কারণ আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জেলে। মনে অনেক কষ্ট। বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা দুর্বার মহা বিপ্লবের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের পছন্দের সরকার গঠন করতে সমর্থ হবো।

যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ ও আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, বিএনপি নেতা ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি বিএনপি নেতা শেখ হায়দার আলী, নাসিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, সোহরাব হোসেন, হারুনুর রশিদ মামুন, গোলাম মাহমুদ প্রমুখ।

বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সানা উল্লাহ।

(এসএ/এসপি/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test