E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরও একমাস বাড়ল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের চুক্তি

২০২০ অক্টোবর ২১ ১৬:৩১:৩৬
আরও একমাস বাড়ল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের চুক্তি

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের চুক্তির মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কানাডার সরকার সোমবার ঘোষণা করেন, আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

বুধবার উইনিপেগ পডকাস্ট দ্য স্টার্ট-এ এক সাক্ষাৎকারে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেছেন, আমেরিকায় করোনার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর, ট্রাম্প কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধের জন্য একটি পৃথক প্রাক্কলন প্রস্তাব করেছিলেন। হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, আমরা কানাডার সীমান্তের দিকে নজর দিচ্ছি। কানাডা এটি খুলতে চাই। আমরা শিগগির সীমানাগুলি খুলব। আমরা আবার স্বাভাবিক ব্যবসায় ফিরে যেতে চাই।

এদিকে, কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রদেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৯৭০ জন, মারা গেছেন ৯ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯৯ জন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২ লাখ ১০ হাজার ৮৪৯ জন। দেশটিতে করোনায় মারা গেছে ২ লাখ ২০ হাজার ৯৫ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩ লাখ ৩৩ হাজার ১৪৬ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছে ১১ লাখ ১৭ হাজার ৪৩০ জন। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় পৌনে ৩ কোটি।

(বিপি/এসপি/অক্টোবর ২১, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test