E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

২০২১ মার্চ ২২ ১৩:৩৬:০৮
শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

প্রবাস ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাাঁও হিন্দু গ্রামে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি প্রগতিশীল সচেতন নাগরিক সমাজ।

বক্তারা শাল্লায় সংগঠিত হামলায় জড়িত মৌলবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হামলার উস্কানীদাতা হেফাজতে ইসলামের মাওলানা বাবুনগরী, মামুনুল হক গংদের আইনের আওতায় আনাসহ বাংলাদেশে ধর্মীয় রাজনীতি বন্ধ, সংখ্যালঘু নির্যাতন রোধ আইন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান ।

এসময় বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানবতাবাদী ও প্রগতিশীল মানুষকে বাংলাদেশের নির্যাতিন সংখ্যালঘুদের পাশে দাড়ানোর আহ্বান জানান হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সেক্যুলর বাংলাদেশ মুভমেন্টের সমন্বয়কারী পুষ্পিতা দাশগুপ্তা, সাবকে ছাত্রনেতা নবারুন দাস রিপন, কলামিস্ট অর্জুন মান্না, অতীশ সাহা, সমাজকর্মী অলক দাস, শুভাশিস রবিন, সুরঞ্জিত দাস সঞ্জু, অনলাইন অ্যাক্টিভিস্ট সুমন দেবনাথ, রাজিব তালুকদার, সোমা চৌধুরী, মোহিল লাল দত্ত, রবীন্দ্র চন্দ্র বর্মন, অনাঘ রায়, সৌরভ দত্ত, অনন্ত সূত্রধর, সুশান্ত দাস, সোস্যাল অ্যাক্টিভিস্ট বিপ্রতোষ সোম, অজিত দাস প্রমুখ।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ, এ মহান দিনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাাঁও হিন্দু গ্রামে কতিপয় মৌলবাদী গোষ্ঠী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংগঠিত হয়ে ৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর কায়দায় হিন্দু সংখ্যালঘুদের ৮টি উপাসনালয়সহ শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত, নারী শিশুদের লাঞ্ছিত ও সহায় সম্পতি লুটপাট করা হয়।

(পি/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test