E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে সাত বাংলাদেশি প্রার্থীকে কংগ্রেসম্যানের সমর্থন

২০২২ জুন ২০ ১৪:১৫:২১
নিউ ইয়র্ক সিটি নির্বাচনে সাত বাংলাদেশি প্রার্থীকে কংগ্রেসম্যানের সমর্থন

নোমান ইবনে সাবিত, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটি নির্বাচনে অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ২৪ থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি-আমেরিকান ৭ প্রার্থীকে সমর্থন জানালেন ইউএস কংগ্রেসের চেয়ার অব দ্য হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গ্রেগরী মিক্স। এ সময় ডেমোক্র্যাট পার্টি মনোনীত ষ্টেট আসেম্বলিম্যান ডেভিট ওয়েপ্রীনের গ্রুপকেও সমর্থন জানান তিনি। আগামী ২৮ জুন মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ২৪-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। 

কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সের সমর্থন প্রাপ্ত প্রার্থীরা হলেন-অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট পদপ্রার্থী জেমি কাজী, আনাফ আলম, সাবুল উদ্দিন, নূসরাত আলম ও মোহাম্মদ এম রহমান, ফিমেল ষ্টেট কমিটি মেম্বার জামিলা উদ্দিন এবং অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-বি এর ফিমেল ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী মাজেদা উদ্দিন।

শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা জ্যামাইকার লিটল বাংলাদেশ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স উল্লেখিত প্রার্থীদের সমর্থন জানান। এ সময় তিনি তাদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উল্লেখিত প্রার্থীরা ছাড়াও ষ্টেট আসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রীন ও ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মোর্শেদ আলম, অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, রিয়েল এষ্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জুলফিকার হায়দার, রাব্বী সৈয়দ, কাজী হেলাল আহমেদ, আবিদ রহমান, ইয়ুথ ফোরামের মাসুদুর রহমান, শাহ ফারুক রহমান, ইসরাত আলম, পল, ওমেন্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট সালেহা আলম প্রমুখ সহ ডেভিড ওয়েপ্রিনের ক্যাম্পেইনের সদস্যরা উপস্থিত ছিলেন।

(বিপি/এএস/জুন ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test