E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন পেন্টাগন

২০২৪ আগস্ট ২২ ১৬:৪০:৫৫
এবার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন পেন্টাগন

ইমা এলিস, নিউ ইয়র্ক : অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তার এ আগ্রহের কথা বলেন প্যাট।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে জানতে চান- নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই পরিবর্তনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ স্থাপিত হয়েছে কি?

জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, 'ঠিক যেমনটি আপনি জানেন, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে, আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশা করবো। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার আহ্বান জানাবো।'

(আইএ/এসপি/আগস্ট ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test