E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুক্তরাষ্ট্রে ফোবানার নতুন চেয়ারপারসন মাসুদ রব, নির্বাহী সচিব আবীর আলমগীর

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৬:৪৬:২০
যুক্তরাষ্ট্রে ফোবানার নতুন চেয়ারপারসন মাসুদ রব, নির্বাহী সচিব আবীর আলমগীর

ইমা এলিস, নিউ ইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। ২০২৪-২৫ এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলেস), চেয়ারপারসন এবং আবীর আলমগীর (নিউ ইয়র্ক) পুনরায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাহী সচিব নির্বাচিত হয়েছেন। ফোবানা সম্মেলনের তিন দিন আগে মঙ্গলবার (২৭ আগস্ট) অনলাইনে ইলেকট্রোনিক্স ভোটিং এর মাধ্যমে ৬৪টি সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিম ও নির্বাচন কমিশনার ডিউক খানের পরিচালনায় অনলাইনে ইলেকট্রোনিক্স ভোটিংয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২৪-২৫ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এম রহমান জহির (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারি-আবীর আলমগীর (নিউ ইয়র্ক), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারী-খালেদ রউফ (শিকাগো), ট্রেজারার-ড. প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া), আউটস্ট্যান্ডিং মেম্বার হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-রোকসানা পারভিন (ভার্জিনিয়া), আবু রুমি (ভার্জিনিয়া), ডঃ আহসান চৌধুরী হিরো (অস্টিন, টেক্সাস), বাবুল হাই (অরল্যান্ডো, ফ্লোরিডা), জসিম উদ্দিন (আটলান্টা, জর্জিয়া), মকবুল আলী (শিকাগো), নুরুল আমিন নুরু (ভার্জিনিয়া) ও রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ১৬টি বাংলাদেশি সংগঠন। সংগঠনগুলো যথাক্রেমে- মাহবুব ভুঁইয়ার বাংলাধারা (আটলান্টা, জর্জিয়া), ড. জয়নুল আবেদীনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া), শামসুদ্দোহা সাগরের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (ডালাস, টেক্সাস), ফরহাদ হোসেনের বাংলা গ্রুপ ডালাস (ডালাস, টেক্সাস), শফিকুল ইসলামের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (মেট্রো ওয়াশিংটন ডিসি), রেহান রেজার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (ক্যানসাস), মোহাম্মদ কাজলের মেরিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী (মেরিল্যান্ড), আসিফ ইকবালের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিসৌরি (মিসৌরি), আজমল খানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন (হিউস্টন টেক্সাস), মোহাম্মদ আলী মানিকের বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (আটলান্টা জর্জিয়া), আখতার হোসেনের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ডিএমভি (ভার্জিনিয়া), নাদিম ভুঁইয়া অপু'র ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী হিউস্টন (হিউস্টন টেক্সাস), শফিকুল ইসলাম জুয়েলের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক (ফ্লোরিডা), কাজী নাহিদের ইউএস বাংলা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (আটলান্টা জর্জিয়া), মহিন উদ্দিন দুলালের বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (আটলান্টা জর্জিয়া) ও শামসুদ্দিন মাহমুদের বাংলাদেশ আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (ভার্জিনিয়া)।

আগামী ২০২৫ সালের ৩৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিরার আটলান্টায়। স্বাগতিক সম্মেলন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ধারা। ছাড়াও ২০২৬ সালে ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস আঞ্জেলেসে। স্বাগতিক সম্মেলন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।

(আইএ/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test