মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
কমলা না ট্রাম্প কাকে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা
ইমা এলিস, নিউ ইয়র্ক : ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশি স্টাইলে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা বিভক্ত হয়ে পড়েছে। অন্যান্য বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে বসবাসারত বাংলাদেশিরা ঘরে বসে নেই। যারা সরাসরি মুলধারারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা প্রকাশ্যেই মাঠে নেমে কেউ কমলা হ্যারিস আবার কেউ ডোনাল্ট ট্রাম্পের জন্য প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্প সমর্থকদের নির্বাচনী সভা এবং ব্যানারযুক্ত গাড়ি প্রদর্শনও করেছে প্রবাসীরা।
কমলা ও ট্রাম্প প্রবাসীরা কে কাকে ভোট দেবেন এতদিন তা গোপনেই ছিলে। কিন্তু বেশি করে স্পষ্ট হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবি করে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার)-এ পোস্টটি করেন। বাংলাদেশের কঠোর সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তার এ মন্তব্যের পর প্রবাসের আওয়ামীলীগপন্থীরা প্রকাশ্যেই ডোনাল্ট ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার এলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়বে। অপরদিকে বিএনপিপন্থী বেশিরভাগ প্রবাসী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন।
২০০০ সালের আদমশুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন ২ লাখ ৭৭ হাজার। যা আমেরিকার মোট জনসংখ্যার প্রায় ০.৫ শতাংশ। অবৈধ অভিবাসীদের বাদ দিলেও গত ১৪ বছরে বৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় দেড় গুণ। এছাড়াও প্রায় অর্ধ লক্ষাধিক অবৈধ অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে।
গত নির্বাচনে আমেরিকায় বসবাসরত অন্যান্য সমস্ত জাতিগুলোর তুলনায় বাংলাদেশি সম্প্রদায়ের সর্বাধিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। একটি সমীক্ষা অনুসারে, ৯০ শতাংশ বাংলাদেশি-আমেরিকান ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।
২০২৪ সালের এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি-আমেরিকানদের। তারা রাজ্যগুলোর নির্বাচনে বিজয়ের ব্যবধানকে প্রভাবিত করতে পারে। তাদের অর্ধেকেরও বেশি (৪৫ শতাংশ) ডেমোক্র্যাটদের প্রতি ঝুঁকেছেন। অন্যদিকে, ৩৫ শতাংশ বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান সমর্থক। বলা হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান সমর্থক কম থাকার শীর্ষ ৫টি কারণ হল-গর্ভপাত ইস্যু, সংখ্যালঘুদের অসহিষ্ণুতার উপলব্ধি, খ্রিষ্টান ধর্মপ্রচারের প্রতি আনুগত্য, অর্থনৈতিক নীতি ও বন্দুক বহন আইন।
তবে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের মতামত অভিবাসন নীতি, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রার্থীদর অবস্থান রয়েছে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা দরকার।
বিগত নির্বাচনে দেখা গেছে, অভিবাসী সমাজের জন্য যেসব প্রার্থী ইতিবাচক নীতি এবং সহায়ক নীতি প্রয়োগ করেছেন, তারা আমেরিকান-বাংলাদেশি সম্প্রদায়ের সমর্থন পেয়েছেন। এইবারে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিবাসন নীতি কেমন, তাঁদের অর্থনৈতিক পরিকল্পনাগুলো আমেরিকান-বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সহায়ক কিনা, তা মূল্যায়ন করা জরুরি। এছাড়াও, বাংলাদেশের সঙ্গে মার্কিন সম্পর্কের উন্নতি ঘটানোর বিষয়ে প্রার্থীরা কী পরিকল্পনা করেছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরূপ, যদি কোনো প্রার্থী স্বাস্থ্যসেবায় আরও বেশি প্রবেশ যোগ্যতা নিশ্চিত করেন এবং ছাত্রদের জন্য শিক্ষাগত সুযোগ প্রসারিত করার অঙ্গীকার করেন, তাহলে তিনি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হতে পারেন। অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, যিনি নতুন ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করেন এবং ছোট ব্যবসাগুলোর জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলেন, তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমর্থন পেতে পারেন। এই সকল দিক বিবেচনায় রেখে আমেরিকান-বাংলাদেশিদের জন্য উপযোগী প্রার্থী নির্বাচন করা হবে যুক্তিসঙ্গত।
এ ব্যাপারে বিশ্বখ্যাত ইয়েলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক ও বিজ্ঞানী ড. গোলাম চৌধুরী ইকবাল বলেন, একজন বাংলাদেশি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মত প্রকাশের সময় উভয় প্রার্থীর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো বিবেচনা করা গুরুত্বপুর্ণ। কিছু মনোরোগ বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের আচরণে 'প্যাথলজিক্যাল নার্সিসিজম' বা বিপদজ্জনক্ক ব্যক্তিত্বের বৈশিষ্টের লক্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে সমালোচনা সহ্য করতে না পারা, নিজের দোষ স্বীকারে অক্ষমতা ও ব্যক্তিগত প্রয়োজনে জনকল্যাণকে উপেক্ষা করে। এ ধরনের নেতৃত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা জনস্বার্থের পরিপন্থী। ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারেন বলে মনে করেন ড. গোলাম চৌধুরী ইকবাল।
মূলধারার রাজনীতিবিদ ও নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আক্তার হোসেন বাদল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের নতুন রাষ্ট্রপতি চাই যিনি ভালো অর্থনৈতিক সাহায্য করতে পারেন। যিনি আমাদের আমেরিকান সীমান্তকে নিরাপদ করতে পারেন। এছাড়াও আমাদের সারা বিশ্বে ভালো ফরজেনপলিসি ও গণতন্ত্র দরকার। তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সঠিক ব্যক্তি হবেন তিনি আমেরিকাকে মহান করে তুলবেন। তিনি ট্রাম্পকেই ভোট দেবেন। পরবর্তী রাষ্ট্রপতি হবেন ট্রাম্প বলে মন্তব্য করেন বাদল।
নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এক্টিভিস্ট নাসির খান পল বলেন, একজন আমেরিকান বাংলাদেশি মুসলমান এবং সাধারন নাগরিক হয়ে যদি আমরা সবকিছু বিবেচনা করি তবে অবশ্যই ট্রাম্পকেকে ভোট দিব। কারন আমরা কোন যুদ্ধ চাই না, ৬০,০০০ নিরীহ মসুলমান এই কামালা এবং বাইডেন অলরেডি মেরে ফেলেছে। তাদের হাত মুসলমানের রক্তে ভরা। মসুলমান হয়ে তাদের ভোট দিলে শহীদের রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা আমেরিকার নাগরিক আজ আমাদের সবকিছুতেই ট্যাক্স বেড়েছে বাইডেন- কমলার আমলে। আমরা যুদ্ধ বন্ধ করতে, জিনিস পত্রের দাম কমাতে ১৫ মিলিয়ন অবৈধ চলে এসে আমাদের জনজীবন অতিষ্ঠ। সব কিছু একমমাত্র ট্রাম্প ঠিক করতে পারবেন। তাই এবার প্রচুর বাংলাদেশি আমেরিকান ট্রাম্পকেইকেই ভোট দিবেন। আমেরিকান বাংলাদেশি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ পুরোদস্তুর মূলধারার রাজনীতিক।
তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন আর ২০২৪ সালের নির্বাচনে কিছু পার্থক্য আছে। গতবার আমি রিপাবলিকন হওয়া সত্ত্বেও ট্রাম্পকে ভোট দেইনি। এবার গাজা নীতি, লেবানন ইস্যুতে দুই পার্টির কোনো পার্থক্য নেই। কিন্তু এই দুটি ইস্যুর কারণে কমালা হ্যারিস বেশ কিছু মুসলিম ভোট হারাবেন। এমন কি নতুন এবং তরুণ ভোটারদেরও। এর মধ্যে কিছু তরুণ-তরুণী ভোট দেয়া থেকেই বিরত থাকবে বলে জানিয়েছে। তিনি আরেকটি প্রসঙ্গ তুলে ধরে বলেন, এবারের নির্বাচনে থার্ড পার্টি অর্থাৎ গ্রিন পার্টি বড় ফ্যাক্টর। থার্ড পাটির প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু গ্রিন পার্টি প্রার্থী জিল স্টাইন বেশি ভোট কাটবেন ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের। ফলে সুইং স্টেটগুলোতে মুসলমানদের ভোট ভাগ হয়ে যাবে। তাছাড়া আমেরিকার লিবারেল ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীরা গাজা ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ইসরাইলের পক্ষ নেয়ায় সেখানেও কমালা হ্যারিস ভোট হারাবেন। গিয়াস আহমেদ মুসলিম ভোটারদের হিসাব নিকাশ করে বলেন, এবার ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি। কারণ মুসলিম ভোটের বিষয় প্রধান কারণ।
গণতান্ত্রিক জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার বলেন, একজন নিবন্ধিত ডেমোক্র্যাট হিসাবে আমি চাই নির্বাচনে ট্রাম্প থেকে পুরো বিশ্ব ও আমেরিকাকে নিরাপদ করার জন্য একমাত্র পছন্দ কমলা হ্যারিস। অভিবাসী সম্প্রদায় ও বাংলাদেশি সম্প্রদায় হারিস কেহ ভোট দেওয়া দরকার। তাছাড়া মুসলিম সম্প্রদায় গ্রীন পার্টিকেও ভোট করা মানে ট্রাম্পকে জয় করা। এটা একটা মুসলিমদের আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এখনও মুসলিম সম্প্রদায়ের সুযোগ আছে মনে সিদ্ধান্ত নেন কমলা-ওয়ালজকে ভোট দিয়ে মিথ্যাবাদী ট্রাম্প থেকে জাতিকে নিরাপদ রাখুন। আপনার গাজার জন্য বাইডেন-কমলার উপর রাগ করে ট্রাম্পকে জয়ী করবেন না যাতে পশ্চিম তীর এবং গাজা ট্রাম্প ইসরাইলকে দিয়ে দেয়। আপনারা ভুলে যাবেন না ২০১৬ সালে ট্রাম্প জেরেজালুম একটি ইসরায়েলি দূতাবাস করে দিয়াছিল। এইবার হয়তোবা পুরো ফিলিস্তিন দিয়ে দেবে। তাই কমলা-ওয়ালজকে ভোট দিন।
গণতান্ত্রিক জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার বলেন, একজন নিবন্ধিত ডেমোক্র্যাট হিসাবে আমি চাই নির্বাচনে ট্রাম্প থেকে পুরো বিশ্ব ও আমেরিকাকে নিরাপদ করার জন্য একমাত্র পছন্দ কমলা হ্যারিস। অভিবাসী সম্প্রদায় ও বাংলাদেশি সম্প্রদায় হারিস কেহ ভোট দেওয়া দরকার। তাছাড়া মুসলিম সম্প্রদায় গ্রীন পার্টিকেও ভোট করা মানে ট্রাম্পকে জয় করা। এটা একটা মুসলিমদের আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এখনও মুসলিম সম্প্রদায়ের সুযোগ আছে মনে সিদ্ধান্ত নেন কমলা-ওয়ালজকে ভোট দিয়ে মিথ্যাবাদী ট্রাম্প থেকে জাতিকে নিরাপদ রাখুন। আপনার গাজার জন্য বাইডেন-কমলার উপর রাগ করে ট্রাম্পকে জয়ী করবেন না যাতে পশ্চিম তীর এবং গাজা ট্রাম্প ইসরাইলকে দিয়ে দেয়। আপনারা ভুলে যাবেন না ২০১৬ সালে ট্রাম্প জেরেজালুম একটি ইসরায়েলি দূতাবাস করে দিয়াছিল। এইবার হয়তোবা পুরো ফিলিস্তিন দিয়ে দেবে। তাই কমলা-ওয়ালজকে ভোট দিন।
কমিউনিটি আক্টিভিষ্ট ও নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী সৈয়দ আল আমিন রাসেল বলেন, ইমিগ্র্যান্ট মুসলিমদের ডেমোক্রাট পছন্দ করার অনেক কারণ আছে। উল্লেখযোগ্য হচ্ছে, মাইনোরিটির সিভিল রাইটস রক্ষা করা, নানান সোশ্যাল ওয়েলফেয়ার, বড়লোকদের প্রগ্রেসিভ ট্যাক্স, গান কন্ট্রোল, ইমিগ্রেশন ল, বর্ডার ওয়াইডলি খুলে রাখা ইত্যাদি। কিন্তু ধর্ম কিভাবে তার একটা কারণ তার লজিকটা বুঝলাম না। কমলা বড় হয়েছেন ব্যাপ্তিস্ট চার্চ আর হিন্দু ট্যাম্পলে গিয়ে। উনার স্বামী একজন বিশিষ্ট 'ইহুদি' আইনজীবী ডোগলাস এমহফ। কমলার ভাষ্যমতে 'ইসরায়েল নিজেদের ডিফেন্ড করার জন্য যতটুকু সহায়তা দরকার উনি সেটা করবেন।'
তবে, শেষ পর্যন্ত কে জিতবে, তা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। মার্কিন প্রেসিডেন্ট পদে যেই জিতুন না কেন, সামগ্রিকভাবে আমেরিকান রাজনৈতিক ভূখণ্ডে বাংলাদেশি ভোটারদের প্রভাব অবশ্যই বাড়ছে এবং আগামী বছরগুলিতেও বাংলাদেশি ভোটারদের উপেক্ষা করা উভয়পক্ষের জন্যই কঠিন হবে।
মার্কিন নির্বাচনে ফের লড়ছেন বাংলাদেশি ৬ বংশোদ্ভুত
আগামী ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৬ প্রার্থী। নতুন কোন প্রার্থীর খবর পাওয়া যায়নি। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায় এবার তারাই পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। এদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে।
নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।
জর্জিয়ার শেখ রহমান পুনর্নির্বাচন করছেন সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে, নাবিলা ইসলাম পুনর্নির্বাচন করছেন একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে, কানেকটিকাটে পুনর্নির্বাচন করছেন মাসুদুর রহমান সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে, ভার্জিনিয়ায় সেলিম সাদ্দাম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পুনর্নির্বাচন করছেন। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০তে পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাতেও ব্যালট দেখবে নিউ ইয়র্ক প্রবাসীরা
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে আগামীকাল মঙ্গলবার বাংলায় ব্যালট পেপার দেখবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রবাসীরা। বাংলা-ইংরেজি ছাড়াও তিনটি ভাষা থাকবে।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় সেবা দেওয়া হবে। এশীয় ভাষা হিসাবে চীনা, কোরিয়ান এবং বাংলা থাকবে। এছাড়া আরেকটি ভাষা থাকবে, তা হলো স্প্যানিশ।
জানা গেছে, ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি শুধু সৌজন্যের জন্য নয়। এটি আইনি বাধ্যবাধকতাও বটে। আইন অনুযায়ী, নিউ ইয়র্ক সিটি নির্দিষ্ট কিছু ভোটকেন্দ্রে বাংলায় ভোটগ্রহণ সামগ্রী সরবরাহ করতে বাধ্য। বাংলাভাষী ভোটারদের জন্য ভোটদান সহজ করতে এটি করা হয়।
মাইকেল জে রায়ান বলেন, আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ। তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে।
(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ভারতকে আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে’
- ‘হাসিনার ক্যাশিয়ার ছিলেন রেহানা’
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘সময় যত গড়াচ্ছে হিন্দুর ওপর অত্যাচার তত তীব্র হচ্ছে’
- কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- চা শ্রমিকের দুই সন্তানের পুলিশে চাকরি
- দেবহাটায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলায় ঘের কর্মচারিকে পিটিয়ে জখম
- দেবহাটায় কামরুল হত্যা মামলার সাক্ষীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন
- নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত
- গাজীপুরের সর্ববৃহৎ জয়দেবপুর বাজারের নতুন কমিটি
- ‘অনেকবার জেলে গিয়েছি তবুও রাজপথ ছেড়ে যাইনি’
- কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতাপেটা করলেন দুই নারী
- কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবসে ২ নারীকে জয়িতা সম্মাননা
- হালুয়াঘাটে ভারতীয় মদসহ ২ আসামি গ্রেপ্তার
- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- নভেম্বরে সীমান্তে ভারত-মিয়ানমারের ২৬০৮ নাগরিক আটক
- কাপাসিয়ায় দুর্নীতিবিরোধী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
- নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলা
- অবশেষে পুলিশে চাকরি পেলো অদম্য প্রমিতা
- ‘ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব’
- নাটোরে মাদ্রাসা ছাত্রের ১ নম্বর প্রশ্নের উত্তর ভাইরাল!
- পুনরায় বিনামূল্যে পেঁয়াজ বীজ পেয়েছেন রাজবাড়ীর ৪ হাজার চাষি
- ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- কাপাসিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার
- ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে’
- নায়িকা পপি নিখোঁজ, আটকে আছে সিনেমা
- লেঃ জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- লেঃ জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- রাঙ্গামাটিতে অবরুদ্ধ সুলতানা কামাল
- ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদের খাস জমি দখলের উৎসব, মন্ত্রীর নির্দেশ অমান্য
- সুন্দরবনের ‘বনবাস’: বনের ভেতর অন্যরকম অনুভূতি
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- পাংশায় পূবালী ব্যাংকের ২ টি মার্চেন্ট POS হস্তান্তর
- আজ বিকালে ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন খালেদা
- বেলকুচিতে থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা, ইন্জিনিয়ার আমিনুল শোকজ
- দুটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও উদ্ধার হওয়া ১১টি স্মার্ট ফোন মালিকদের প্রদান
- একাত্তরের বীরত্বগাথা ও ২০২৪ সালের ট্র্যাজেডিত্তর সংস্কারের বৈশ্বিক পাঠ এবং কঠিন বাস্তবতা
- শপথের পর সামরিক বাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প
- সাত দিনের কমিশনার নিলয়!
- ‘এলডিসি উত্তরণে মানবসম্পদ সক্ষমতা বাড়াতে হবে’
- প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ
- যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থ প্রকাশনা উৎসব
- যশোর জেলা আদালতে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ, সাত মাস পর পুর্ননিয়োগের সিদ্ধান্ত
- যেসব চা পানে ডায়াবেটিসের ঝুঁকি কমে