E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ছাগলের বাচ্চা’ বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান!

২০২৫ মে ১১ ১৭:২৫:১১
‘ছাগলের বাচ্চা’ বলা সেই গালবাজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান!

ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান পদকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। এ নিয়ে সোসাইটির সদস্যসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

২০২৪ সালের ২২ মে জ্যাকসন হাইটসের স্মার্ট টেক-এ অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডের এক সভায় সাবেক আহবায়ক শাহ নেওয়াজ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনার এক পর্যায়ে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান এম এ আজিজকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেন। শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড হলো ছাগলের 'তিন নম্বর বাচ্চা'। তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব ও সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। তারা এ ধরনের মন্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাহারেরও দাবি জানান। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার তো দুরের কথা কারও কাছে দুঃখ প্রকাশও করেননি। পরদিন এ প্রসঙ্গটি তার কাছে তুলে ধরার পর বিব্রত অবস্থায় পড়েন সোসাইটির অপর এক নেতা সারোয়ার খান বাবু।
বাংলাদেশ সোসাইটির অন্যতম সদস্য সারোয়ার খান বাবু বলেন, ঘটনার পরদিন ২৩ মে ২০২৪ জ্যাকসন হাইটসে ব্যবসায়ী শাহ নেওয়াজের সাথে তার দেখা হয় নবান্ন রেস্টুরেন্টের সামনে।

সোসাইটিকে নিয়ে বিরুপ মন্তব্যের বিষয়টি তিনি শাহ নেওয়াজের কাছে তুলে ধরেন। বাবু শাহ নেওয়াজকে বলেন, আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি এবং নিজেও বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতির পদে নির্বাচন করেছেন। সোসাইটিকে নিয়ে এমন বাজে মন্তব্য করার অধিকার আপনার নাই। দু’য়েক কথার পর তিনি আজিজের ব্যক্তিগত, ব্যবসায়িক ও পারিবারিক বিষয়ে নানা কথা বলেন। এক পর্যায়ে শাহ নেওয়াজ উত্তেজিত হয়ে অনেক লোকের সামনেই বলেন ‘আই উইল শুট আজিজ’। এসময় আকতার হোসেন নামের নামে আরও একজন প্রবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান সারোয়ার খান বাবু।

৪ জুন ২০২৪ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের হোম কেয়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ প্রকাশ্যে সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজকে গুলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে বাবু প্রকৃত ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কেউ গুলি করার হুমকি দিতে পারেন না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে যদি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয় তিনি সাক্ষ্য দিবেন।

এদিকে বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্ধারনের বিষয়ে আপত্তি করায় প্যারেডের যুগ্ম আহবায়ক সৈয়দ আকিকুর রহমান ফারুকের গায়ে হাত তোলেন আহবায়ক শাহ নেওয়াজের স্ত্রী রানো নেওয়াজ।

ফারুক বলেন, উপস্থিত সবার সামনেই একজন মহিলা তার গায়ে হাত তুলেছে। কিন্তু কেউই তেমনভাবে কোন প্রতিবাদ করেনি। তাকে অপমানিত করার জন্য তিনি বিচার চেয়েছিলেন। কিন্ত সেই বিচার আর কেউ করেননি।

অপরদিকে গত ৪ মে রোববার বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের যৌথ সভা এক সভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও সাবেক চেয়ারম্যানকে 'ছাগলের তিন নম্বর বাচ্চা' বলে গালি দেওয়া সেই ব্যাক্তিকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করায় চরম সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সোসাইটি। সোসাইটির সদস্যসহ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

(আইএ/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test