E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা

২০১৫ ডিসেম্বর ০৮ ১২:৫৪:২৪
যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা

মিনারা হেলেন, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে মুসলমান অভিবাসী প্রত্যাসীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রিপাবলিকান দলের আলোচিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার পর স্থানীয় সময় সোমবার তিনি এই দাবি জানালেন। ‘মুসলমানরা আমেরিকানদের ঘৃণা করে’ তার এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন হোয়াইট হাউস এবং রিপাবলিকান নেতারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

সোমবার সাউথ ক্যারলিনায় এক নির্বাচনী প্রচারনায় বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন,‘যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত’। তিনি আরো বলেন, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তার এ বক্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার সমর্থকরা।

তবে তার কড়া সমালোচনা করেছে হোয়াইট হাইস। ট্রাম্পের এ বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ বলে উল্লেখ করে হোয়াইট হাউস বলেছে, তার এ দাবি মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তা স্বার্থের পরিপন্থী।

তার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে এবং সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশও। তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বিকৃত মস্তিষ্ক’ মানুষ বলে উল্লেখ করেছেন। রিপাবলিকান দলে অন্য প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক সকলকে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। এদিকে ট্রাম্পের এই বিবৃতি প্রকাশের পরপরই রিপাবলিকান পার্টিতে তার প্রতিদ্বন্দ্বী বেন কারসেন যুক্তরাষ্ট্রে সফররত সকল বিদেশীদের ‘নিবন্ধন ও নজরদারি’র আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, যতদিন আমরা “জিহাদে” বিশ্বাস করা মানুষগুলোকে আমরা বুঝতে পারছি না, যতদিন তাদের থেকে বিপদের আশংকা দূর হচ্ছে না ততদিন তাদের আমেরিকায় প্রবেশ করতে উচিত নয়। ট্রাম্প রিপাবলিকান দলের সেইসব নেতাদের একজন যারা গতমাসে প্যারিসে হামলার পর সিরিয়ান শরণার্থীদের আশ্রয় না দিতে ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে ১৪ জন নিহতের মতো মর্মান্তিক ঘটনা ঘটে। সে ঘটনার পর ট্রাম্পই মুসলমানদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করার দাবি জানানো প্রথম ব্যক্তি। তার এ দাবির কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হোয়াইট হাউস। ডোনাল্ডের এমন দাবির পরিপ্রেক্ষিতে তাকে উদার হওয়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, রিপাবলিকানের এই বিদ্রোহী নেতা বিদ্রুপকারী হিসেবে উঠে পড়ে লেগেছেন। তিনি বলেন, আমি মনে করি, তিনি যা করছেন, তাতে মনে হচ্ছে আমেরিকাকে মানববিদ্বেষী হিসেবে বিভক্ত করা হচ্ছে। ট্রাম্পের বক্তব্যের মাত্র একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, শুধু ধর্ম বিবেচনা করে কাউকে আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া হবে বৈষম্যমূলক আচরণ, এটি করা উচিত হবে না।

(এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test