E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইফেল টাওয়ারে বিজয় ব্যাজ ক্যাম্পেইন

২০১৫ ডিসেম্বর ১২ ১৭:১০:২৩
আইফেল টাওয়ারে বিজয় ব্যাজ ক্যাম্পেইন

আবু তাহির, প্যারিস : প্যারিসে বিজয় ব্যাজ এর আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে এ ক্যাম্পেইন শুরু হয়। প্যারিস-বাংলা প্রেসক্লাব বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করে। পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে এই ক্যাম্পেইন।

বিজয় ব্যাজের মত প্রতীকী কর্মসূচী পালনের মাধ্যমে ভিনদেশী যারা এখনো বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে ’অপরিচিত’ তাদের মাঝে মুক্তিযুদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস-চেতনা-অর্জনগুলো সহজেই তুলে ধরার অবকাশ রয়েছে। বিজয় ব্যাজ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার একটি সুযোগ।

বিভিন্ন দেশের মানুষের বুকে বিজয় ব্যাজ পরিয়ে দেয়ার মাধ্যমে প্যারিসে বিজয় ব্যাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির।

ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটি ও বিদেশীদের কাছে বিজয় ব্যাজকে ছড়িয়ে দিতে এবং বাংলাদেশ ও মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদন এনায়েত হোসেন সোহেল।

বিজয় ব্যাজ নিয়ে আলোচনা করেন সাংবাদিক ফেরদৌস করিম আখনজি, সাংবাদিক নয়ন মামুন, সায়মন, দোলন মাহমুদ, খন্দকার আবেদ, আইনুল হক প্রমুখ। এসময় মুক্তি্যুদ্ধের ইতিহাস নিয়ে ফরাসী ভাষায় লিফলেট বিতরন করা হয়।

(এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test