E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুদ্ধিজীবী দিবসে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন

২০১৫ ডিসেম্বর ১৫ ১৬:৪৭:২২
বুদ্ধিজীবী দিবসে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন

হাকিকুল ইসলাম খাকন : ১৪ ডিসেম্বর ২০১৫ শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে নিউইয়কের জ্যাকসন হাইটস্ এ ডাইভারসিটি প্লাজায় বুদ্ধিজীবী দিবসের প্রথম পহরে (১২.০১মি:) যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এডঃ ফজিলাতুনেছা বাপ্পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, জন সংযোগ বিষয়ক সম্পাদক কাজী কয়েস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুল রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শাহানারা রহমান, হিন্দাল কাদীর বাপ্পা, কামরুল ইসলাম হীরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহানাজ মমতাজ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুুরুদ মিয়া রনেল, আব্দুল হামিদ, কবির আলী, অতুল প্রসাদ রায়, হাসান জিলানী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সোহেল কতোয়াল, প্রচার সম্পাদক বিদ্যুৎ হোসেন , ক্রীড়া সম্পাদক আলামিন হোসেন বিশ্বাস. যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, প্রচার সম্পাদক গনেশ কিতনীয়া, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক মো: সেবুল মিয়া, শেখ হাসিনা মঞ্চের নেতা টি মোল্লা। খবর বাপসনিঊজ।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test