E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সসাউ এলামনাই’র রি ইউনিয়ন ও অভিষেক

২০১৬ জানুয়ারি ০৪ ১২:৫৮:২৪
সসাউ এলামনাই’র রি ইউনিয়ন ও অভিষেক

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক থেকে:শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ(সাউ এলামনাই) এর নতুন কার্যকরী কমিটির ২০১৬-১৭ অভিষেক ও ফ্যামিলি রি-ইউনিয়ন অনুষ্ঠিত হলো ২৬ ডিসেম্বর।

নিউইয়র্কের জ্যাকসন হাইটের একটি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সাধারণ সম্পাদক মীর ফরিদ উদ্দীন আহমেদ। তিনিই নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন নির্বাচন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আসাদুল বাকী। সংগঠনের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেন যথাক্রমে সৈয়দ মিজানুর রহমান ও আসাদুজ্জামান কিরণ। মিজান কমিউনিটিতে একটি পরিচিত মুখ এবং নিউইয়র্ক সিটির হাউজিং অথরিটিতে কর্মরত রয়েছেন।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিরণ বাইকসু’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এগারো সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা আগামীতে দেশে ও প্রবাসে বসবাসরত কৃষিবিদ, কৃষি বিজ্ঞানীদের সাহায্য সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ ও প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করবেন বলে তারা প্রতিশ্রুতি দেন। নতুন কমিটির অন্য সদস্যারা হলেন মনোয়ারুল ইসলাম, সহ সভাপতি সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী রনি, অর্থ সম্পাদক শওকত আহমেদ সাংস্কৃতিক সম্পাদক তপতী রায়। এমএ মামুন, যুগল কিশোর নাথ ও বিধান চন্দ্র পাল সদস্য নির্বাচিত হয়েছেন।

সাউ এলামনাই’র রি ইউনিয়ন ও অভিষেক

হাকিকুল ইসলাম খোকন,বাপস্নিউজ :মাত্র ৫ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ । এ সংগঠনের সদস্যরা যুক্তরাষ্ট্রের স্টেট, ফেডারেল ও সিটির বিভিন্ন বিভাগে দক্ষতার সাথে কাজ করছেন। উজ্জ্বল করছেন বাংলাদেশের ভাবমূর্তি তাদের দক্ষতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে।

শেরে বাংলা এলামনাই’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাদেরই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সেলিম আখতার। বিশেষ অতিথি ছিলেন আসাদুল বাকী, নাট্যকার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, সুলতান শাহরিয়ার, আওলাদ হোসেন, ওয়াহিদুর রহমান চৌধুরী, মুনির চৌধুরী, অধ্যাপক হাসিমুল এহসান মুকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোয়ারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন যুগল কিশোর নাথ, শওকত আহমেদ ও রেজাউল করিম রেজা।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ আবুল কালাম আজাদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তালেব চান্দু, মেটলাইফের পরেশ শাহা, কৃষিবিদ ড. গোলাম সামদানি তরফদার, সৈয়দ মিজানুর রহমান, আমিনুল ইসলাম জিয়া, আসাদুজ্জামান কিরণ ও সেকেন্দার আলী। অনুষ্ঠানে চাকরি, সমাজ সেবা ও সাংগঠনিক কর্মকান্ডে অবদান রাখার জন্য ৯ জন ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে পদক (ক্রেস্ট) প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন, শাহাবুদ্দিন টিটু, মীর ফরিদ উদ্দীন আহমেদ, শেখ আল মামুন, হাশিমুল এহসান মুকুল, সেকেন্দার আলী, যুগল কিশোর নাথ, শওকত আহমেদ, রেজাউল করিম ও হাসামুজ্জামান ফিরোজ।

অনুষ্ঠানে বক্তারা সাউ এলামনাই’র বিভিন্ন সাফল্য ও কল্যাণমূলক কর্মকান্ডের বিষয়টি পস্থাপন করেন। বিদায়ী কমিটির সভাপতি শাহাবুদ্দিন টিটু ও সাধারণ সম্পাদক মীর ফরিদ উদ্দীনের অবদানের কথা বলেন অনেকেই। তারা বলেন, এ দুজনের ত্যাগ ও অবদানের মধ্য দিয়েই ‘সাউ’এলামনাই প্রবাসে একটি আদর্শ সংগঠন হিসেবে বিকশিত হয়েছে।

এ ফ্যামিলি রি-ইউনিয়নে টেক্সাস, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড থেকে সদস্যরা এসে যোগ দেন। কৃষিবিদ বিধান চন্দ্র পালের কন্যার নৃত্য ও কৃষিবিদ বিপ্লব সেন গুপ্তের সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্বের। প্রধান আকর্ষণ ছিল বিপার নৃত্য পরিবেশনা ও ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সঙ্গীত শিল্পী লিজার সঙ্গীত। বিপা ও লিজা তাদের পারফরমেন্স দিয়ে মধ্যরাত অবধি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখে ছিলেন। রাতের খাবার পরিবেশন ও সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়েই সমাপ্তি ঘটে কৃষি বিজ্ঞানীদের মিলন মেলার। সংগঠনটি সদস্যদের ডাইরেক্টরিসহ একটি সুন্দর ম্যাগাজিন প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নিউইয়র্ক সিটির মেয়রের শুভেচ্ছা রয়েছে।



(এমআরএস/এস/জানুয়ারি ০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test