E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে সংখ্যালঘু  নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

২০১৬ জানুয়ারি ১৩ ১২:৫৯:৫০
নিউ ইয়র্কে সংখ্যালঘু  নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সাবিত্রী রায়, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে বাংলাদেশে সংখ্যালঘু  নির্যাতন বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন  আমরা কখনোই সংখ্যালঘু থাকতে চাইনি, কিন্তু  ৮ম সংশোধনীতে আমাদের জোর করে সংখ্যালঘু বানানো হয়েছে।

দেশে সংখ্যালঘু নির্যাতন দৈনন্দিন ঘটনা। বিভিন্ন স্থানে শত শত মন্দিরে মুর্তি-ভাঙ্গা হলেও একজনেরও বিচার হয়নি। গত শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর মিলনায়তনে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভমেন্টস আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু করেন বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভমেন্ট নেতা শিতাংশু গুহ।তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বের এক ডজনেরও বেশি দেশে বিভিন্ন সংগঠন একই দিনে একযোগে এ ধরনের কর্মসূচি পালন করেছে। ঢাকা, কলকাতা, লন্ডন, জেনেভা, ফ্রান্স, সুইডেন ও কানাডায় এ কর্মসূচি পালিত হয়েছে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শুভাশীষ রায় শুভ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহন্মদউল্ল্যাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ, উদিচির সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ব খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর নবেন্দু বিকাশ দত্ত, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, কমিউনিটি এক্টিভিষ্ট সুশীল সাহা ও গণজাগরণ মঞ্চের নেতা মুজাহিদ আনসারী।

সাংবাদিক সন্মেলনে হিন্দুদের জমিজমা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে সুব্রত বিশ্বাস বলেন, সুলতানা কামাল সদ্য প্রেস-কনফারেন্স করে বলেছেন যে মন্ত্রী ও সাংসদরা হিন্দুদের জমিজমা দখল করছে, তিনি মন্ত্রীর নাম বলেননি আমি সেই মন্ত্রীর নাম বলছি তিনি গণপূর্তমন্ত্রী জাতীয় বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সাংসদ দবিরুল।

তিনি বলেন, সরকারের উচ্চমহলের নেতারা যখন হিন্দু সম্পত্তি দখল করেন, তখন সাধারণ মানুষ তো করবেই। একইসঙ্গে তিনি রানা দাশগুপ্তের চোখ উপড়ে ফেলার মন্ত্রী হুমকি ও সাংবাদিক প্রবীর শিকদারের ওপর হামলার প্রসঙ্গ টানেন।

বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি দৈনন্দিন ঘটনা। আগে আওয়ামীলীগ সরকারের আমলে হিন্দুরা অপেক্ষাকৃত কম নির্যাতিত হতো, এখন সব আমলই সমান। গত সাত বছরে সংখ্যালঘুর ওপর অত্যাচার যেকোনো আমলের থেকে খুব একটা কম নয়।বিদায়ী বছরে এমন একটি দিনও হয়ত পাওয়া যাবে না যেদিন কোন না মিডিয়ায় দেশের কোথাও না কোথাও হিন্দু মন্দির বা মূর্তি ভাঙচুর, হিন্দুর জমি দখল, নাবালিকা ধর্ষণ ও ধর্মান্তরিতকরণ বা দেশত্যাগের হুমকি ইত্যাদি খবর প্রকাশিত হয়নি।

বলা হয়, সদ্য অনুষ্ঠেয় পৌরসভা বা স্থানীয় নির্বাচনে আমরা খুশী যদিও কোন দলই সংখ্যালঘুদের তেমন মনোনয়ন দেয়নি, তাই দু’চারজন হাতেগোনা ব্যতীত কেউ জেতেওনি। ব্লগার হত্যার বিচারে আমরা আনন্দিত এবং আশা করবো এই বিচারটি ত্বরান্বিত হবে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত এগিয়ে যাক এবং দেশে সব খুনের বিচার হোক আমরা তা চাই। দেশে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণে আমরা শঙ্কিত। দেশ সন্ত্রাসমুক্ত হোক আমরা কামনা করি।আমরা জামায়েতের সাথে সাথে আওয়ামী ওলামা লীগ ও নিষিদ্ধের দাবি জানাই। বাংলাদেশ ১৯৭২ সংবিধানের আলোকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হোক আমরা তা চাই।

ডিসেম্বর ২০১৫-তে সংঘটিত বেশ ক’টি ঘটনা তুলে ধরা হয় এবং যেসব সংগঠন ও নেতৃবৃন্দ বিশ্বব্যাপী এ কর্মসূচি সফল করেছেন তারা হলেন পুস্পিতা গুপ্ত ( লন্ডন), চিত্রা পাল (সুইডেন), তরুণ চৌধুরী (সুইডেন), অরুণ বড়ুয়া ( জেনেভা), উদয়ন বড়ুয়া (প্যারিস), স্বদেশ বড়ুয়া ( ফ্রান্স), দিলীপ কর্মকার (মন্ট্রিয়ল), ড. মোহিত রায় (কোলকাতা), প্রফেসর চন্দন সরকার ( ঢাকা), রিপন দে ( ঢাকা) ,অরুন কে দত্ত, কনভেনর সুশীল পাল, কো-কনভেনর ডা: সুশীতল চৌধুরী (টরন্টো), সরোজ দাস (কানাডা), প্রদীপ সরকার দোলন(মন্ট্রিয়ল), কা তুষার কান্তি সরকার ( ফিন্ল্যান্ড), বিপুল রানা ধর (ইতালি), তাপস নন্দী ( সিঙ্গাপুর), বিজন সাহা ( রাশিয়া), প্রবীর মৈত্র (অস্ট্রেলিয়া), প্রবীর সরকার ও রবিন গুহ (মস্কো), তাপস কে চৌধুরী ( মালয়েশিয়া), শুভাশীষ রায় ( নিউইয়র্ক) এবং শিতাংশু গুহ ( নিউইয়র্ক)।



(এস/এস/জানুয়ারি১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test