E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্র থেকে ‘নায়াগ্রা ফলস’ দর্শন বন্ধ হচ্ছে!

২০১৬ জানুয়ারি ২৬ ১৩:৫৬:৫৫
যুক্তরাষ্ট্র থেকে ‘নায়াগ্রা ফলস’ দর্শন বন্ধ হচ্ছে!

মিনারা হেলেন (বাংলা প্রেস), নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের পাশ থেকে নায়াগ্রা ফলস দর্শন বন্ধ হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তাজনিত কারনে বিশ্বের সর্ববৃহৎ এ জলপ্রপাতটি  যুক্তরাষ্ট্রের পাশ থেকে আর দেখা যাবে না। পাথর দিয়ে তৈরি ১১৫ বছরের পুরাতন ও ঝুঁকিপূর্ণ একটি সেতুর মেরামত কাজ শুরু করার কারনে কর্তৃপক্ষ  নায়াগ্রা ফলস দর্শন বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

নায়াগ্রা রিভার ও হর্সশো ফলসের উপর ১৯০০ ও ১৯০১ সালে দুটি সেতু নির্মান করা হয়েছিল। সেতু দুটি দর্শকদের চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০০৪ সালে একবার মেরামতের কাজ করা হয়েছিল। নতুন করে সেতু দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতু মেরামতের আদেশ অনুমোদন হলে যুক্তরাষ্ট্রের পাশ থেকে নায়াগ্রা ফলস দর্শন বন্ধ হবে দ্বিতীয় ঘটনা। এর আগেও একবার সেতু মেরামতের জন্য ফলস দর্শন বন্ধ করা হয়েছিল। তবে এবারে সম্পুর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাশ থেকে নায়াগ্রা ফলস দর্শন বন্ধ থাকবে। সাম্প্রতি নায়াগ্রা রিভার ও হর্সশো ফলসের পানি কমে যাওয়ায় ফলসের কর্মচারিরা দুটি মৃতদেহসহ কোটি কোটি কয়েন খুঁজে পেয়েছে।

নিউ ইয়র্কের পার্ক অ্যান্ড রিক্রেয়েশন দপ্তর সূত্রে জানা গেছে চলতি বছরের জুন অথবা জুলাই থেকে সেতু মেরামতের কাজ শুরু করা হবে। এতে ব্যয় হবে ৩৭ দশমিক৩ মিলিয়ন ডলার।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test