E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘে অভিপ্রয়াণ ও উন্নয়ন বিষয়ক কর্মশালা

২০১৬ জুলাই ২০ ১৪:১৯:৫৪
জাতিসংঘে অভিপ্রয়াণ ও উন্নয়ন বিষয়ক কর্মশালা

মিনারা হেলেন, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হলো বিশ্বব্যাপী মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) বা অভিপ্রয়াণ ও উন্নয়ন বিষয়ক বিষয়ভিত্তিক কর্মশালা। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক কর্মশালায় বাংলাদেশের হাত ধরে জাতিসংঘ সদরদপ্তরে জিএফএমডি’র আনুষ্ঠানিক পদচারণা শুরু হল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)’ র তৃতীয় এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিলো ‘মাইগ্রেশন ফর পিস, স্টাবিলিটি এন্ড গ্রোথ’। জিএফএমডি’র বর্তমান চেয়ার হিসেবে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বিষয়ভিত্তিক এ কর্মশালায় সভাপতিত্ব করেন এবং একই সঙ্গে তিনি প্রধান সঞ্চালকের ভূমিকা পালন করেন।

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল ইয়ান ইলিয়াসন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কারেন আবু জায়েদ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর উপ-মহাপরিচালক বিশেষ অতিথি হিসেবে এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক কমিশনার নেভিন মিমিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউটের অভিবাসন বিশেষজ্ঞ মিজ ক্যাটলিন নিউল্যান্ড এই কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন। তাছাড়া জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি স্যার পিটার সাদারল্যান্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে সরাসরি এ কর্মশালার আলোচনায় যোগদান করেন।

জিএফএমডি-এর তৃতীয় বিষয়ভিত্তিক এ কর্মশালায়কে কেন্দ্র করে নিউ ইয়র্কের কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়। জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সচিবালয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন এবং পিটার সাদারল্যান্ড উভয়েই অভিবাসন জিএফএমডি কেন্দ্রিক প্রক্রিয়াকে সঠিক পথে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের গৃহিত বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগের কথা পূনর্ব্যক্ত করেন।

এ কর্মশালার সফল পরিচালনায় পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের গঠনমূলক ও দূরদর্শী নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন। কর্মশালার শেষপর্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক গাই রাইডার ও জিএফএমডি’র পরবর্তী চেয়ার হিসেবে জার্মানীর প্রতিনিধি বক্তব্য উপস্থাপন করেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন।

(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test