E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লা জেলা সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

২০১৬ জুলাই ২০ ১৪:২৫:৩৮
কুমিল্লা জেলা সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন : শিশু কিশোর-কিশোরী, যুবক-যুবতী, পৌড় ও বৃদ্ধের উপস্থিতিতে হয়ে গেল প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের ঈদ পূর্নমিলনী, মিলন মেলা ও বার্ষিক বনভোজন। খবর বাপসনিঊজ।

সকাল ৯টায় জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলীন, স্ট্যাটেন আইল্যান্ড ও ওজন পার্ক থেকে ৫ টি বাস ও শতাধিক ব্যাক্তিগত গাড়ি নিয়ে যাত্রা শুরু হয় বনভোজনের স্থল লং আইলেন্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের উদ্দ্যেশে। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় জ্যাকসন হাইটসের প্রিমিয়াম রেষ্টুরেন্ট-এর সুস্বাদু নাস্তা।

সকাল ১১টায় সংগঠনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্ভোদন করা হয়। এর পরই শুরু হয় ছোট-বড় ছেলে-মেয়েদের বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা। খেলা পরিচালনা করেন ক্রীড়া ও স্ংস্কৃতিক সম্পাদক ইভা ইসমত পপি, তাকে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মজুমদার, অর্থ সম্পাদক সাইফুল আমিন, প্রচার সম্পাদক আবদুল মতিন, কার্য নির্বাহী সদস্য , সোলায়মান ভূইয়া,মোস্তফা রিপন, একেএম কামাল উদ্দিন খান, লেয়াকত আলী ও মঞ্জুর রহমান।

দুপুর ১টায় পরিবেশন করা হয় প্রিমিয়াম সুইট-এর সুস্বাদু খাবার পোলাউ, চিকেন রোষ্টা, চিলি চিকেন, খাশি ভূনা, লাউ চিংড়ি, খাশির মাথা দিয়ে চানা ডাল। আরো ছিলো রসগোল্লা ও দধি। খাবার পরিবেশনের পর শুরু হয় মহিলাদের হারি ভাঙ্গা ও ৮৪জন প্রতিযোগি নিয়ে বালিশ খেলা, পর্যায় ক্রমে ১ম, ২য় ও ৩য় হন পলি, জবা ও সাথী।

বিকাল ৪টায় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের সুপরিচিত কুমিল্লার কৃতি শিল্পী জিন্নাত রেহানা রতœা ও ইভা ইসমত পপি। বিকাল ৫টায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন ভূইয়া ও সাবেক সাধারণ সম্পাদক এবং বনভোজন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন সরকার এর যৌথ পরিচালনায় আসন গ্রহন করেন সংগঠনের সহ সভাপতি ও বনভোজনের আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন, প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতিয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি নাজমুন নাহার বেবী ।

গেষ্ট অব অনার হিসেবে উস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপাতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের সদস্য এমএ আজিজ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক কামাল ও আজাদ বাকির, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপাতি আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সভাপাতি সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, কুমিল্লা জেলা সোসাইটির সাবেক সভাপতি ও উপদেষ্টা হাজী আবু তাহের ভূইয়া, মনির হোসেন, শাহ আলম, কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শফিক রহমান দুলাল ও কাজী আব্দুর রশিদ, ফ্রান্সের সুনামখ্যাত সাংস্কৃতিক সংগঠক ও এক্টিভিষ্ট ষ্টেফি খানম, ফটো সাংবাদিক লুৎফর রহমান বীনু, বিসমিল্লা লাইভ পোল্ট্রি’র কর্নধার আব্দুল সালাম ভূইয়া, চুয়াডাঙ্গা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা নুর বিশ্বাস মন্টু, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বচনে সহ সভাপতি পদপ্রার্থী ও নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের খালেক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি রুহুল আমি সিদ্দিকী, সহ সাধারন সম্পাদক পদপ্রার্থী ও ব্রাহ্মনবাড়িয়া সোসাইটির সভাপতি একেএম জামান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভূইয়া, প্রচার সম্পাদক পদপ্রার্থী সিরাজুল হক জামাল ও সমাজ কল্যাণ সম্পাদক পদপার্থী নাদির আহমেদ আইয়ুব, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর সভাপতি নুরুল হাসান ও সাবেক সভাপতি ফখর উদ্দিন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা সোসাইটির উপদেষ্টা করিম চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, রহমানিয়া ট্রাভেলস এর মালিক মাওলানা এমকে রহমান মাহমুদ, কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন সুমন, দাউদকান্দি সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, আবৃতিকার মিজান প্রধান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হাসান মিলন, হাডসন অটো রিপিয়ার্সের কর্ণধার ফরহাদ আহমেদ, আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা সহ সভাপতি কবির হোসেন ও এম এ রহিম, সহ সাধারণ সম্পাদক নূরে আলম ও সাইদুর হক, কায়সার হামিদ, নাঈমুল হক ভূইয়া, গোলাম মোর্শেদ ছগির, শামীমা রহমান রেখা, হাবিবুর রহমান রুমেল, আল মামুন শামীম, কাজী সেতারা, ইমাম হাসান ভূইয়া, সোলায়মান হোসেন, মোস্তাক আহমেদ, মোঃ খোরশেদ আলম, বাবুল মিয়া, আব্দুল রাজ্জাক, নাসির উদ্দিন, আব্দুল মালেক, আবুল হাসেম সরকার, ওমর ফারুক, হাজী নাজমুল আহসান, জসিম উদ্দিন, মনোয়ারা বেগম, খোরশিদা বেগম, মিজান রহমান, বাবুল দত্ত, জাহাঙ্গীর আলম, তৌহিদুল ইসলাম সুমন, এনাম সরকার সহ আরো অনেকে।

বিকাল ৬টায় শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলার পুরস্কার বিতরন করা হয়। বনভোজনের বিশেষ আকর্ষন র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার আবুল খায়ের এর সৌজন্যে স্বর্ণের সেট বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৯০০, ২য় পুরস্কার হাডসন মটর্সের সৌজন্যে ৪৮ ইঞ্চি এল ই ডি টিভি বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৫৭৮, ৩য় পুরস্কার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর সৌজন্যে এয়ার টিকেট বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৫৬৪, ৪র্থ পুরস্কার এস এম জাহাঙ্গীরের সৌজন্যে ল্যাপটপ বিজয়ীর টিকেট নং ৯৮৫৭২৬৫, ৫ম পুরস্কার গ্রাফিক্স ওয়ার্ল্ডের সৌজন্যে ল্যাপটপ বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৩২৫, ৬ষ্ঠ পুরষ্কার নূরুল হাসানের সৌজন্যে ভিডিও ক্যামেরা বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৬৩৮, ৭ম পুরস্কার ট্যাবলেট সৌজন্যে নিউইয়র্ক লাইফ ইন্সুরেন্সএর সোহেল বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৯৯৫, ৮ম পুরস্কার ফেন হাটবাজারের সৌজন্যে বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৬৯২, ৯ম পুস্কার সেল ফোন সৌজন্যে ডিজিটাল ওয়ান বিজয়ীর টিকেট নং ৯৮৫৭৬৭৬, সর্বশেষ ১০ম পুরস্কার মাক্রোওভেন সৌজন্যে মান্নান গ্রোসারী ও হালাল মীট বিজয়ীর টিকেট নং ৯৮৫৭১৫৪ আরো অন্যান্য পুরস্কার স্পন্সর করেন রহমানিয় ট্রাভেলট-টেবলেট, জহির মোল্লা- প্রিন্টার, বিডি ওয়ার্লেস এন্ড কমিউনিকেশন- ট্যাবলেট, পিরান ফ্যাশন- হ্যান্ড বেগ, আড়ং- শাড়ী এবং পাঞ্জাবী, জ্যাকসন হাইটস ওয়ার্লেস- ডিবিডি প্লেয়ার, অবকাশ বই ঘর- রাইস কুকার, বিউটি সাপ্লাই নিউ কার্ক- কসমেটিক্স, রাজু রেষ্টুরেন্ট ইকুইপমেন্ট সাপ্লাই- গিফট কার্ড, তাজমি ফার্মেসী- গিফট কার্ড, মেহেদী হাসান- গিফট কার্ড।

পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।


(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test