E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা  অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ০৩ ১৬:২৮:২৫
শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা  অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবাস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ জর্জেস আইল্যান্ড পার্কে গত শনিবার, ৩০শে জুলাই  অনুষ্ঠিত হল শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা যথারীতি সময় সূচিকে অনুসরণ করে সকাল ৯.৩০ মিনিটে কয়েকটি বাস ও শতাধিক ব্যাক্তিগত গাড়ীসহ জ্যাকসন হাইটের ৭২ স্ট্রিট এবং ব্রডওয়ে থেকে বাস রওয়ানা হয়। খবর বাপসনিঊজ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বনভোজন উদযাপন কমিটির আহবায়ক উপস্থিত সংগঠনের কর্মকর্তাবৃন্দ ও সদস্যবর্গ এবং আমন্ত্রিত অতিথিবর্গকে সাথে নিয়ে ব্যানার ও বেলুন উড়িয়ে বেলা ১০ টায় বনভোজনের শুভ উদ্বোধন করেন।

সুস্বাদু সকলের নাস্তা দিয়ে একটি শুভদিনের সূচনা হয় বেলা ১০:৩০মিনিটে। নাস্তা পরিবেশনের পর সকলের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিরিনময়ের পর শুরু হয় খেলাধুলা পর্ব। খেলাধুলা পর্ব পরিচালনা করেন সংগঠনের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক একেএম কামালউদ্দিন খান। খেলাধুলার পর্বে ছিল ছেলেদের ৪টি বয়স ভিত্তিক শ্রেনী ও মেয়েদের ৪টি বয়স ভিত্তিক শ্রেনীতে মোট ৮টি ইভেন্টে দৌড় প্রতিযোগিতা। এছাড়াও ১৮ বৎসরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষদের দৌড় এবং মহিলাদের হাড়ি ভাঙ্গা ও আকর্ষনীয় বালিশ খেলা (মিউজিক্যাল পিলো)। ক্রিড়া ইভেন্টগুলোতে কামালউদ্দিন খানকে সহযোগিতা করেন সোলায়মান ভূইয়া, ওয়াসিম উদ্দিন ভূয়াই, মোঃ আমিন, রহিম চৌধুরী।

সারাদিন ব্যাপী অনুষ্ঠানের খাবার দাবারের প্রাচুর্য ছিল লক্ষনীয়, ছোট ছেলে মেয়েদের জন্য চিপস, জুস, ঠান্ডা কোমল পানীয় এবং তরমুজ পরিবেশন চলে দুপুর পর্যন্ত। বেলা ২:০০ টায় জ্যাকসন হাইটস এর প্রিমিয়াম রেষ্টুরেন্টের সরবরাহকৃত খাবার পরিবেশন করা হয়। উষ্ণ আবহাওয়ায় প্রিমিয়ামের সুস্বাদু খাবার সকলকে তৃপ্ত করে।

খাবারের পরপরই শুরু হয় মহিলাদের হাড়ি ভাঙ্গা এবং আকর্ষনীয় বালিশ খেলা (মিউজিক্যাল পিলো)। উক্ত দুটি খেলায় কামালউদ্দিন খানকে সহযোগিতা করেন সোলায়মান ভূইয়া ও মোঃ রহিম চৌধুরী।

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর বার্ষিক বনভোজন ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এন মজুমদার (এলএলএম, মাস্টার্স অব ল’), অতিথি হিসাবে যারা যোগদান করেন তাদের মধ্যে অন্যতম এটর্নী মঈন চৌধুরী, ডা. নীল এন নাঈম, কামাল আহমেদ সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদি মিন্টু, সোসাইটির আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী আবুল খায়ের, শাহনেওয়াজ সিইও, এনওয়াই ইন্সুরেন্স, মিজানুর রহমানহ সভাপতি ঢাকা জেলা সোসাইটি, মামুন মিয়াজী সিনিয়র সহ-সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, পলাশ কুমার ঘোষ বিশিষ্ট ব্যবসায়ী, রায়হান টি মোমাইল, খায়রুল ইসলাম খোকন সভাপতি সৌখিন নাট্য গোষ্ঠী, সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, সি: সহ-সভাপতি মিঠু হামিদ এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি বিশিষ্ঠ সংগঠক আজাদ বাকির।

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক-এর যে সকল মেম্বার উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম- আমিনুল ইসলাম চৌধুরী- সভাপতি কুমিল্লা জেলা সমিতি যুক্তরাষ্ট্র, মুহাম্মদ এফ ফখর- সাধারণ সম্পাদক সিলেট সদর এসোশিয়েসন, ওয়াসিম উদ্দিন ভূইয়া- সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা সমিতি যুক্তরাষ্ট্র, আহম্মেদ হোসেন বাবু- সি: সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রমুখ।

পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন উক্ত বনভোজনের প্রধান অতিথি এবং গ্রান্ড স্পন্সর মোহাম্মদ এন মজুমদার (এল এল এম, মাস্টার্স অব ল’)। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের সভাপতি নুরুল হাছান ও সাধারণ সম্পাদক মোস্তফা রিপন এবং আহবায়ক একেএম কামালউদ্দিন প্রধান অতিথি মোঃ এন মজুমদারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান বনভোজনে উপস্থিত হওয়ার জন্য। প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন- প্রবাসের অতি পুরাতন এই সংগঠনের শাপলার সুনাম চতুর্দিকে, এই গতিধারাকে অব্যাহত রাখার জন্য সব সময় নিজেকে শাপলার পাশে থাকার ঘোষনা দেন।

পুরস্কার বিতরণী ও বক্তব্য পর্বের পরই শুরু হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার ছিল স্বর্ণের গহনা সেট-সৌজন্যে মোহাম্মদ এন মজুমদার, অন্যান্য পুরস্কার এলইডি টিভি-সৌজন্যে ফরহাদ হোসেন স্বত্তাধিকারী হাডসন মটরস, ল্যাপটপ-সৌজন্যে মঈন চৌধুরী এটর্নী এট ল’, ল্যাপটপ-সৌজন্যে মনিরুল ইসলাম ডিজিটাল গ্রাফিক ডিজাইন, ল্যাপটপ-সৌজন্যে নুর বেপারী ২১ সেঞ্চুরী অটো বডি এন্ড রিপেয়ারর্স, আইফোন-সৌজন্যে মিঠু হামিদ, সি: সহ-সভাপতি, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি, শাড়ী-সৌজন্যে কুস কালেকশন, ১৬৫ হিলসাইড জ্যামাইকা, এয়ার কন্ডিশন- সৌজন্যে আমিনুল ইসলাম চৌধুরী সভাপতি কুমিল্লা জেলা সমিতি যুক্করাষ্ট্র, এছাড়াও আরো ১০টি আকর্ষনীয় পুরস্কার ছিল এই র‌্যাফেল ড্র-তে। র‌্যাফেল ড্র পরিচালনায় ছিলেন মুহাম্মদ এফ ফখর, সোলায়মান ভূইয়া এবং আহম্মেদ হোসেন বাবু। র‌্যাফেল ড্র টিকিট বিক্রয়ে সহায়তা করেন দেলোয়ার হোসেন দিপু ও ওয়াসিম উদ্দিন ভূইয়া।

বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি নুরুল হাসান ও সাধারণ সম্পাদক মোস্তফা রিপন। সহযোগিতায় ছিলেন –আমিনুল ইসলাম চৌধুরী, সোলায়মান ভূইয়া, ওয়াসিম উদ্দিন ভূইয়া, মোঃ রহিম চৌধুরী, হারুন উর রশিদ, মামুন মিয়াজী, হোসাইন বিপ্লব, মোঃ শাখাওয়াত হোসেন, ফরিদ হাসান, সাহেদ আরী, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ আমীন প্রমুখ।

পরিশেষে বলা যায়, ৩০ জুলাই শাপলার জন্য একটি বিশেষ সফল ও সার্থক দিন ছিল। বিগত দিনের তুলনায় এই বনভোজন ছিল সফল ও সার্থক।

সভাপতি সংগঠনের সকল সদস্য ও সদস্যা পরিবার, অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক ও স্পন্সরকারীদের ধন্যবাদ দিয়ে এই সফল ও সুন্দর মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন।

(এমএনআই/এএস/আগস্ট ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test