E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেলজিয়াম এ বাংলাদেশের সন্ত্রাসবিরোধী  শান্তি সমাবেশ অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ০৮ ১৫:০১:২৬
বেলজিয়াম এ বাংলাদেশের সন্ত্রাসবিরোধী  শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ব্রাসেলস থেকে মোর্শেদ : শনিবার বিকাল ৩.৩০ মিনিটে বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলস এর সেন্ট্রাল স্টেশনের সামনের চত্তরে "বেলজিয়াম আওয়ামী লীগ" এর উদ্যোগে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বেলজিয়াম আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুসহ ইউরোপ আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকগণ উপস্হিত ছিলেন।

এতে টেলিকনফারেন্সএ ব্ক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের পরিশ্রমী সাধারণ সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় ইউরোপে আওয়ামী রাজনীতির কান্ডারী জনাব এম এ গনি। তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের ধারাকে ব্যাহত করতে আজ জামায়াত বিএনপির ছত্রছায়ায় বাংলাদেশে জঙ্গি হামলা করছে। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাস বাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে সারা বাংলাদেশে চিরুনি অভিযানের মাধ্যমে মদদ দাতাদের গ্রেফতার করে জনমনে আস্থা অর্জন করেছেন। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি এর সাথে কোন ঐক্য হতে পারে না। বাংলাদেশের জনগণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একমাত্র শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারে।

এতে ফ্রেঞ্চ ভাষায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের প্রাণ পুরুষ জনাব শহিদুল হক (শহীদ), নেদারল্যান্ডস (ডাচ) ভাষায় বক্তব্য রাখেন যথাক্রমে বেলজিয়াম আওয়ামী লীগের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রলীগ জাতীয় পরিষদ সদস্য জনাব জাহাঙ্গীর চৌধুরী (রতন) ও বেলজিয়াম আওয়ামী লীগ নেতা মাকসুদ আলী (হিমু), ইংলিশে বক্তব্য রাখেন বেলজিয়াম যুব লীগ সভাপতি জনাব এম এম মোর্শেদ, এতে বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে জানাব ফয়সাল আজাদ তালুকদার, বাবু নিরঞ্জন চন্দ্র রয়, দাউদ খান (সোহেল), এম এ সালাম, মোঃ জামাল উদ্দিন (মনির) বাদশা, হকসহ অন্যান্যরা।

বেলজিয়াম যুব লীগ এর পক্ষ থেকে ছিলেন সভাপতি এম এম মোর্শেদ ছাড়াও সহ- সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল আলম, সদস্য দিলরুবা বেগম সহ আরো অনেকে।

বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সভাপতি বাবু বিধান দেব, সাধারণ সম্পাদক ফিরোজ বাবুল সহ আরো অনেকই।

এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের, জনাব সালেহ জহুর, এম ফউজ, প্রমুখ।

সমভেত জনতা বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এই সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইউরোপ সহ সকল প্রবাসী আওয়ামী সংগঠন কে অন্যান্য সকল দল মতের জনগনকে সঙ্গে নিয়ে কাজ করার আহবান জানান।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test