E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল

২০১৬ আগস্ট ১৮ ১৩:০০:৫৭
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল

হাকিকুল ইসলাম খোকন :গত  ১৪ই আগস্ট রবিবার সন্ধ্যায় উডসাইডস্থ কুইন্স প্যালেসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম সাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ।

জাতির পিতা শেখ মুজিবুর রহমান, ১৫ই আগষ্টে সাহাদাত বরণকারী তাঁর পরিবারবর্গ ও স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই জিয়া। অনুষ্ঠানের মুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা আব্দুল হাই জিয়া। সভায় বক্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বজনদের নির্মম হত্যাকান্ড জড়িত দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের মুখোশ উম্মোচনে মহাজোট সরকার সকল শক্তি নিয়োগ করেছেন-অচিরেই সকল রহস্য উদঘাটিত হবে। পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়েং ফাঁসিকাষ্ঠে ঝুলানোর দাবী জানান বক্তারা।

ব্যাপক আয়োজনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরান নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনিার্বাহী সদস্য সামসুল আবেদীন, আলী হোসেন গজনবী, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ চৌধুরী, ঘাতকদালাল নির্মুল কমিটির সভাপতি শহীর পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ শরীফ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু, সাংগঠনিক সম্পাদক শিমুল হাসান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মোরশেদা জামান, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুদ্দৌলা জামসেদ, প্রচার সম্পাদক শাহীন ইবনে দিওয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ আলী খান লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল মতিন পারভেজ, শ্রম সম্পাদক মোঃ বাবুল, সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী লিটন, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ ইলিয়াছ খশরু, ইমিগ্রেশন সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৌরভ প্রামানিক, উপ-দপ্তর সম্পাদক সাইকুল ইসলাম, উপপ্রচার সম্পাদক সুব্রত তালুকদার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর, মহিলা আওয়ামী লীগের নেত্রী মিনা ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রকলিন শাকার সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুইন্স ব্যুরো শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক কনক বড়–য়া, ওজোন পার্ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মক্তিযোদ্ধা খলিল রহমান, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকন, সাধারণ সম্পাদক মমিনুল হক সুমন, সহ সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবউদ্দিন, ম্যানহাটন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন।

আলোচনা সভার প্রারম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উল্লেখযোগ্য ঘটনাবলীর ও পারিবারিক এ্যালবামের সমন্বয়ে আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের প্রথমে শাহীন ইবনে দিলওয়ারের লেখা “আমরা ভেতরে একজন মুজিব” দীর্ঘ কবিতাটির প্রকাশনার উদ্বোধন করেন নেতৃবৃন্দ। কবিতা পাঠ করেন শিবলী ছাদেক শিবলু, মিনহাজ শরীফ রাসেল, শাহীন ইবনে দিলওয়ার, সুব্রত তালুকদার, সুকলা রায় ও শিশু আবৃত্তিকার ফাসির কবির কাব্য।

শোক সভাকে সাফল্য মন্ডিত করেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সদস্যবৃন্দের নিমোক্ত ব্যক্তিবর্গঃ ডঃ জিন্নাত নবী, মোয়াজ উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল ওয়াহাব, আমজাদ হোসাইন, ফাইদুল ইসলাম, কামরুল ইসলাম, ভেনেসা খান, মইজ আহমেদ, বাবুল মোহাম্মদ, এম এম ইসলাম, শহীদুল হক চৌধুরী, আব্দুস সালাম, এম এইচ কবির, মইন উদ্দিন, আবুল কাসেম, মোঃ উদ্দিন, শেখ মোঃ দিলদার হোসেন, মতিউর রহমান, সুমন রহমান মিরাদ, মোঃ ফরিদুল ইসলাম মিলন, আলমগীর কবীর, আহসানউল্লাহ, মোঃ করিম, মাহবুব হোসেন প্রমুখ।

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক স্মপাদক সাহাবউদ্দিন চৌধুরী লিটন। শিল্পকলা একাডেমী পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবীকে ক্রেষ্ট প্রদান করে শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায় ,সহ শিবলী ছাদেক শিবলুপ্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিলন কুমার রায়, লিটন ফিলিপস্, নার্গিস রহমান, শাহানাজ বেগম, রওশন আরা, মনিকা দাস, মৌসুমী, নিপা জামান, মোহন খান, প্রিন্স হাবিব ও প্রিন্স প্রমুখ। দেশাত্ববোধক গানের তালিতে মুখরিত হয়ে উঠে কুইন্স প্যালেস। সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সহায়তা করেন তাজ ও প্রমি। সর্বশেষে মেজবানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের ব্যাপক আয়োজনের সমাপ্তি টানা হয়।


(এইচআইকে/এস/আগস্ট১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test