E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর জন্য মুক্তিযোদ্ধাদের দোয়া 

২০১৬ আগস্ট ১৮ ১৪:৪০:১৬
নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর জন্য মুক্তিযোদ্ধাদের দোয়া 

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন  করেন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। ১৯৭৫ এর ১৫ আগস্টকে হত্যাযজ্ঞকে ইতিহাসে বর্বরতম হত্যাকান্ড আখ্যায়িত করে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

গতকাল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ স ম মাসুদ ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক ও তাঁর পরিবারকে কুলাঙ্গার খন্দকার মোস্তাক গংদের হাত থেকে বাঁচাতে না আমরা মুক্তিযোদ্ধারা নিজেদের কাছেই লজ্জাবোধ করি।

বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নে তাঁর বিরুদ্ধে চক্রান্তকারী ও চাটুকারদের ব্যাপারে সাবধান থাকার আবেদন জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা। আরো সাবধানে প্রধানমন্ত্রীকেই সকল সিদ্ধান্ত গ্রহন করতে হবে। বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ উৎখাতের মত সিদ্ধান্তগুলো। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে চলার জন্য “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” থেকে শিক্ষা নিয়ে যে কোন ধরনের দুর্নীতি বিরুদ্ধে রুখে দাড়ানো ও নিজেদের আত্মসমালোচনা, আত্মসংযম ও আত্মত্যাগের দীপ্ত মহিমায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সৈনিক হিসেবে গড়ে তোলার আহবান জানান প্রবাসী মুক্তিযোদ্ধারা। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সর্ববীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী নানতু, মিসবাহ উদ্দিন আহমদ, শফিকুল ইসলাম, নুরুল আবছার এবং বি এম জাকির হোসেন হিরু।

এ ছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত সর্ববীর মুক্তিযোদ্ধারা হলেন শরীফ উদ্দিন, আক্তারুজ্জামান, ডা. আলী আহমদ, আশরাফুল হোসেন মৃধা, সৈয়দ মইনুর রহমান, আমানত উল্লাহ, আলেয়া শরীফ, গিয়াস উদ্দিন, সাব্বির রহমান মতি, জাহাঙ্গীর খান, হুমায়ুন কবীর, আশরাফ, আমীর আলী, এস এম রফিকুল ইসলাম, জাফর আলী খান, আব্দুল আজিজ, ফারুক ইসলাম, মোবারক হোসেন, তোজাম্মেল এইচ খান, মলীন চন্দ্র সাহা, জাফর খান, ইমদাদুল হক, ওয়াহিদুর রহমান, রফিকুল আলম, রমজান আলী, ওয়াজেদ আলী, জামাল উদ্দিন মিয়া, আবুল বাশার, হারুনুর রশিদ, রুহুল আমিন, এম রহমান খুররম, ইলিয়াছ আহমেদ, বাদল কান্তি দে সিকদার, আব্দুল হামিদ, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, এডভোকেট আলম খোকন, আসাব উদ্দিন, আসাব আলী, মোহাম্মদ আতিক ও শাহ আলম প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test