E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বীরত্বে, সাহসে ও মানবিক মর্যাদায় বঙ্গবন্ধু অনন্য’

২০১৬ আগস্ট ৩০ ১৬:১৮:১৮
‘বীরত্বে, সাহসে ও মানবিক মর্যাদায় বঙ্গবন্ধু অনন্য’

এথেন্স, গ্রীস : সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম, এ,গনি বলেন, বাঙালি জাতি ও রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশপ্রেম, সততা ও সাহসের বিরাট ভূমিকা রয়েছে। দেশপ্রেমের সংজ্ঞাকে টেনে যতটা দীর্ঘ কর যায় ততটা দেশপ্রেমিক বঙ্গবন্ধু। বাঙালির আত্মার আত্মীয় পরমবন্ধু বঙ্গবন্ধু  শেখ মুজিব। যখনই বাঙালি জাতির সামনে কোন  চ্যালেঞ্জ আসে তখনই বঙ্গবন্ধু আজও জাতির স্বপ্ন ও সংগ্রামের বাতিঘর।

স্বপ্নে শপথে সংগ্রামে বঙ্গবন্ধু আজো আমাদের অনুপ্রেরণা। জাতির জনক শেখ মুজিবের অসমাপ্ত বিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল অপ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

২৯ অগাস্ট , ২০১৬ গ্রীস এর এথেন্স শহরে গ্রীস আওয়ামী লীগের সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম , এ ,গনি এর সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন। সাথে ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

জনাকীর্ণ হলে উপস্থিত ছিলেন আয়েবার সভাপতি ইঞ্জি ড. জয়নাল আবেদীন , গ্রীস আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুবুল আহসান , শাহীনুল ইসলাম তালুকদার, মোসলেহ উদ্দিন বাবু, আব্দুল করিম, রায়হান খান, বাচ্চু ব্যাপারী, রুকুনুদ্দীন জুলহাস, রাকিব মৃধা, মিজানুর রহমান ,আলিম খালাসী, যুবলীগের আসাদ ভূঁইয়া, রাসেল মিয়াসহ আরো নেতৃবৃন্দ।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test