E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্ট্রিয়লে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজাটের উদ্যোগে সম্মাননা প্রদান

২০১৬ সেপ্টেম্বর ০২ ১৭:০১:১২
মন্ট্রিয়লে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজাটের উদ্যোগে সম্মাননা প্রদান

সদেরা সুজন, কানাডা থেকে : কানাডায় এই প্রথম একটি ব্যাতিক্রমধর্মী বর্ণিল অনুষ্ঠান করলো কানাডাস্থ জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট। বিভিন্ন পেশায় কমিউনিটিতে অবদান রাখার স্বাক্ষর হিসেবে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

গত রবিবার মন্ট্রিয়লের ৬৭৬৭ কোট্ দ্যা নেইজের লাইব্রেরি মিলনায়নে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এই নান্দনিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কানাডা প্রবাসি কবি ও গীতিকার সহিদ রাহমানের গানে গৌতম ঘোষাল ও উদয় বন্দোপাধ্যায়ের সুরে এবং বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের কন্ঠে বেঙলি ফোক ফিউশন গানে অ্যালবাম ‘সাধের নাগর’ ও লেজার ভিশন নিবদিত একটি আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘সাতটি তারার দীপ’ আনুষ্ঠানিক প্রকাশ উৎসব অনুষ্ঠিত হয়। অ্যালবামগুলোর প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা এবং জীবন্ত কিংবদন্তি সৈয়দ হাসান ইমাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট কানাডা শাখার উদ্যেগে মন্ট্রিয়লে বসবাসরতসামাজিক ও নিজ নিজ পেশায় গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনকে সম্মাননা প্রদানের অনুষ্ঠান। জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট কানাডা শাখার সভাপতি মাশরেকুল আলম খান ও সাধারণ সম্পাদক কবি সহিদ রাহমান তত্ত্বাবধানে এ সম্মাননা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মল্লিকা পাল আর সহযোগিতায় ছিলো সিনথিয়া দাস ও রাসপিয়া রাহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকার ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম। ২০১৫-২০১৬ সালের জয়বাংলা সাংস্কৃতিক সম্মাননায় ভূষিত হয়েছেন সঙ্গীতে শফিউল ইসলাম (আজীবন), তৃপ্তি দাস (আজীবন), শান্তনু দে (মরনোত্তর) তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী ও ছোট ভাই , শর্মিলা ধর, মনিকা ‍মুনা, অনুজা দত্ত ও রুবী তালুকদার। সরোয়ারুল হক (যন্ত্র শিল্পী), শংকর রায় চৌধুরী (শব্দ ব্যবস্থাপনায়)। সাংবাদিকতায়, বরণ্যে সাংবাদিক হিমাংশু শেখর ধর ঝর্না বাবু (মরনোত্তর) তাঁর পক্ষে ক্রেস্টটি গ্রহন করেন ছেলে দীপক ধর অপু, দিলীপ চৌধুরী (টিভি সাংবাদিকতায়) সদেরা সুজন (ফ্রিল্যান্স সাংবাদিকতা), শরীফ ইকবাল চৌধুরী (প্রিন্ট ও টিভি) খ.ম. তানভীর ইউসূফ রনী (প্রিন্ট ও টিভি) মাহমুদুল হাসান রুবেল (প্রিন্ট মিডিয়া) বিদ্যুৎ ভৌমিক (লেখক)। চারুকলায় রাকীব হাসান ও আরিফুর রহমান। নাটক বিভাগে শর্বরী চৌধুরী (মঞ্চ ও টেলিভিশন) এবং সমাজ সেবায় জয়দত্ত বড়ুয়া। ফুল, সম্মাননাপত্র, উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি টিভি ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তপন চৌধুরী, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব দিদার মাহমুদ ভূঁইয়া, মুন্সী বশীর, ব্যবসায়ী আব্দুল কাদের চৌধুরী, রশীদ খান, মিন্টু হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পবে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তনুশ্রী ও বর্শা সঙ্গীত পরিবেশন করেন অনুজা দত্ত, মনিকা মুনা, কল্যাণী দাস, রুবী তালুকদার এবং শিশু শিল্পী শিশলিয়া দাস।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test